'বল টেম্পারিং করেননি জাম্পা'
বল টেম্পারিং কেলেঙ্কারি নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার ভিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ওই ঘটনার নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট। বিশ্বকাপে গতকাল ফিরে এসেছিল সেই একই ঘটনার 'ভূত'। বোলিংয়ের সময় পকেটে থাকা কিছু একটায় বারবার হাত দেওয়ায় বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে। ভারতের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবশ্য বলছেন, বল টেম্পারিং করেননি জাম্পা, ‘হ্যান্ড ওয়ার্মার’ ব্যবহার করেছিলেন।
ম্যাচের ২৪তম ওভারে বল করতেন আসলেন জাম্পা। বল করার আগে পকেটে কয়েকবার হাত দিলেন। এরপর বলের সাথে হাত ঘষলেন। এই ঘটনায় আম্পায়ার কিংবা মাঠের কেউই মাথা ঘামাননি, তবে এটা ক্যামেরার নজর এড়ায়নি। পরবর্তীতে জাম্পার হাতের মুঠোয় সাদা একটা বস্তুও দেখা গেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ব্যানক্রফটের মতো জাম্পাও হয়ত নিষিদ্ধ কোন বস্তু ব্যবহার করছেন।
সংবাদ সম্মেলনে ফিঞ্চের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটাই। ফিঞ্চ জানিয়েছেন, জাম্পা নিষিদ্ধ কিছুই ব্যবহার করেননি, ‘আমি ওই ঘটনার ছবি, ভিডিও দেখিনি। কিন্তু আমি জানি তাঁর পকেটে ‘হ্যান্ড ওয়ার্মার’ ছিল। এটা প্রতি ম্যাচেই সে সাথে রাখে। তবে যেহেতু আমি ঘটনার ফুটেজ দেখিনি তাই সেটা নিয়ে বেশি কিছু বলতে পারব না। যতদূর আমি জানি সেটা ‘হ্যান্ড ওয়ার্মারই’ ছিল।’
এই ঘটনায় জাম্পার বিরুদ্ধে কোন অভিযোগ আনেননি আম্পায়াররা। আইসিসিও এটা নিয়ে কোন তদন্ত করছে না।