ভুল করে অন্য মাঠে
খেলার মাঠে ভুল হতেই পারে। কিন্তু, খেলা কোন মাঠে সেইটা নিয়েও কি ভুল হতে পারে? তেমনটাই ঘটেছে স্কটিশ লিগ ওয়ানে। ভুল মাঠে ফুটবল ম্যাচ খেলতে গিয়ে প্রায় ৮৩ মাইল পথ পাড়ি দিয়ে সঠিক মাঠে ফেরত আসতে হয়েছে ব্রেচিন সিটির গোলকিপার গ্রায়েম স্মিথকে।
গত শনিবার স্মিথ স্কটিশ লিগ ওয়ানের ম্যাচ খেলতে চলে গিয়েছিলেন প্রতিপক্ষ স্টেনহাউজেমুইরের মাঠ অচিলভিউ গ্রাউন্ডে। কিন্তু, অচিলভিউয়ে গিয়ে ব্রেচিন সিটির এই নিয়মিত গোলকিপার জানতে পারেন যে খেলা আজ তাঁর নিজ ক্লাবের মাঠেই। স্মিথের কপাল ভালো ছিল যে সে ম্যাচ শুরুর অনেক আগেই সেই মাঠে পৌঁছে গিয়েছিল। ফলে অচিলভিউ থেকে তাঁকে ৮৩ মাইল পাড়ি দিয়ে ফিরতে হয়েছে ঘরের মাঠ গ্লীব পার্কে।
সৌভাগ্যক্রমে এই দীর্ঘ পথ অতিক্রম করেও ম্যাচ শুরুর আগেই মাঠে পৌছাতে পেরেছিলেন গ্রায়েম স্মিথ। এমনকি ব্রেচিন সিটির গোলপোস্ট রক্ষার দায়িত্বটাও পালন করেছেন তিনি। যদিও স্টেনহাউজেমুইরের কাছে তাঁর দল ব্রেচিন সিটি হেরেছে ২-১ গোলের ব্যবধানে।
এদিকে স্মিথের এমন বোকামি চোখ এড়ায় নি প্রতিপক্ষ দলেরও। স্টেনহাউজেমুইর ফুটবল কমিউনিটির প্রধান উইলিয়াম হোগ্যান ঘটনাটি জানতে পারার পরই তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “ব্রেচিন সিটির গোলকিপার গ্রায়েম স্মিথ চলে গিয়েছিল অচিলভিউ পার্কে কিন্তু খেলা ছিল তাঁর ঘরের মাঠেই। হা হা ক্লাসিক!”