• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ম্যাচ পরিত্যক্ত হওয়াতেও খুশি ডু প্লেসি!

    ম্যাচ পরিত্যক্ত হওয়াতেও খুশি ডু প্লেসি!    

    প্রথম তিন ম্যাচের তিনটিতেই হার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাই খুব করেই জয়টা চাইছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত বৃষ্টি সেটা হতে দেয়নি, ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। তবে পয়েন্ট হারিয়েও খুব একটা অখুশি নন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। সাউদাম্পটনে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে ডু প্লেসি বলছেন, বৃষ্টির ফাঁকে ফাঁকে ম্যাচ হলে সেটায় ওয়েস্ট ইন্ডিজই বেশি লাভবান হতো।

    গতকাল খেলা হয়েছে মাত্র ৭.৩ ওভার। টসে হেরে ব্যাটিংয়ে নেমে এর মাঝেই দুই উইকেট হারিয়ে ২৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর নামে বৃষ্টি, সেই বৃষ্টি আর কমেনি। খেলা হলেও সেটা হতো অনেক কম ওভারের। ডু প্লেসির মতে, ম্যাচ পরিত্যক্ত হওয়াতে মন্দ হয়নি, ‘আমরা পুরো ম্যাচটাই খেলতে চেয়েছিলাম। আমাদের ভালো ক্রিকেট খেলে কিছু পয়েন্ট পাওয়া খুব দরকার ছিল। কিন্তু আবহাওয়া তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হলে প্রতিপক্ষই বেশি সুবিধা পেতো। তাই এক পয়েন্ট পেয়ে খুব একটা অখুশি না।’

    চার ম্যাচে প্রোটিয়াদের পয়েন্ট এক, আছে নবম অবস্থানে। শীর্ষ চারে থেকে সেমিফাইনাল খেলতে হলে শেষ পাঁচ ম্যাচেই ভালো কিছু করে দেখাতে হবে তাদের। ডু প্লেসি অবশ্য এখনই সেমি নিয়ে ভাবছেন না, ‘সেমিফাইনাল এখনো অনেক দূরের ব্যাপারে। এখন আমাদের নিজের পারফরম্যান্সের দিকে মনোযোগ দিতে হবে। এটা ঠিক করতে পারলে ফলাফল আসবেই। দুই-তিনটা ম্যাচ জিততে পারলে পরের ধাপে খেলা নিয়ে ভাবা যাবে।’

     

     

    এই মুহূর্তে শীর্ষ চারে আছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া। ডু প্লেসি চাইছেন, পয়েন্ট তালিকার ওপরের দিকে দলগুলো যেন নিচের দিকের দলের কাছে হেরে না যায়, ‘যখন এরকম টুর্নামেন্টে আপনি পয়েন্ট তালিকার তলানিতে থাকবেন, তখন চাইবেন শীর্ষে থাকা দলগুলো জিততে থাকুক। তারা অন্যদের কাছে হারলে আপনার কাজটা আরও কঠিন হয়ে যায়। আমরা অন্যদের ফলাফলের দিকেও নজর রাখছি। তবে সত্যি বলতে আমাদের হাতে তো কিছুই নেই।’