• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মেসিই ইতিহাসের সেরা ফুটবলার: হ্যাজার্ড

    মেসিই ইতিহাসের সেরা ফুটবলার: হ্যাজার্ড    

    সব জল্পনা-কল্পনা শেষে গত সপ্তাহে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। দেশের হয়ে এখন ইউরো বাছাইপর্ব খেলছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সর্বকালের সেরা ফুটবলারের প্রশ্ন উঠতেই আগের মত এবারও লিওনেল মেসির নামই নিয়েছেন বেলজিয়ান অধিনায়ক। বলেছেন, বার্সেলোনার অধিনায়কের সাথে তার তুলনা অসম্ভব। 

     

     

    ড্রিবলিং, গতির কারণে মেসির সাথে হ্যাজার্ডের সাদৃশ্য খুঁজে পান অনেকেই। মেসির সাথে সাদৃশ্যের কথা অবশ্য ঠিকই স্বীকার করেছেন হ্যাজার্ড, 'এটা সত্য যে আমাদের দুজনের খেলায় বেশ মিল আছে। আমাদের দুজনের উচ্চতা প্রায় সমান। গতি এবং ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করার চেষ্টা করি আমরা; গোল করা, করানো আমাদের কাজ। কিন্তু সে প্রায় সব ম্যাচেই গোল করে, যেটা আমি করতে পারি না। আমার কাছে সে অতুলনীয়। তার মত কারও সাথে আমার তুলনাই আসে না। আর ইতিহাসে কখনোই দুজন শ্রেষ্ঠ ফুটবলার থাকতে পারে না। আমার কাছে সেই (মেসি) সর্বকালের সেরা।'

    মেসির প্রশংসায় আগের একটি ঘটনার কথাও উল্লেখ করেছেন হ্যাজার্ড, '২০১৭-১৮ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে বার্সার বিপক্ষে চেলসির হয়ে খেলেছিলাম। দুই ম্যাচেই মেসি ছিলেন অনন্য। দ্বিতীয় লেগে আমি ভুলে বার্সার একজনকে পাস বাড়িয়েছিলাম। মাঠে আমার তিন ছেলে সহ পরিবারের অনেকেই উপস্থিত ছিল। আমার বড় ছেলে বলেছিল আমি নাকি বার্সার জন্য খেলছি। তারা সবাই-ই মেসির খেলায় মুগ্ধ ছিল।'