কিক অফের আগে || কলম্বিয়ার বিপক্ষে শুরু আর্জেন্টিনার 'মিশন ইম্পসিবল'
কবে, কখন
আর্জেন্টিনা-কলম্বিয়া
১৬ জুন, ভোর ৪টা, সালভাদর
কোপা আমেরিকার তাদের চেয়ে বেশি শিরোপা আছে শুধু উরুগুয়ের। কিন্তু সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা সমর্থকদের কাছে কোপা আমেরিকা যেন হতাশার সমার্থক। শেষ ৫ আসরের ৪টিতেই ফাইনাল খেলেছিল তারা, হেরেছে সবগুলোই। ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে হারটাও যেন আর্জেন্টিনার রানার্স আপ হওয়ার কাটা ঘায়ে নুনের ছিঁটার মতই। ৪৬তম কোপা আমেরিকার পর্দা উঠেছে ব্রাজিলে, যেখানে দুয়ো শোনাটা যেন আর্জেন্টাইনদের হয়তো নিয়তিই। কিন্তু তারপরও ১৯৯৩-এর পর লিওনেল স্ক্যালোনির দলের কোপার শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখার কারণ একটাই; লিওনেল আন্দ্রেস মেসি। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হচ্ছে এবার আর্জেন্টিনাকে। প্রতিপক্ষ কলম্বিয়া। দলের বিচারে যারা এবার আর্জেন্টিনার চেয়েও বড় ফেভারিট।
‘বড় ম্যাচে ফ্লপ’, 'চাপ নিতে পারেন না', ‘বার্সেলোনার মেসি’- এসব শুনতে শুনতে হয়তো অভ্যস্তই হয়ে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক। ক্লাবে সব পাওয়ার এক ক্যারিয়ারের পরও মেসির অপূর্ণতা সেই জাতীয় দলের জার্সিতেই। অবসর ঘটনার তিন বছর পর আবারও মিলেছে সুযোগ। এত বছর ফেভারিট হয়ে আসা আর্জেন্টিনার ওপর এবার ভরসা রাখছেন না তাদের কট্টর সমর্থকেরাই। চাপহীন থাকতে পারাটাই হয়তো ২৬ বছর পর কোপা পুনরুদ্ধারের মিশনে মেসি, আর্জেন্টিনার সবচেয়ে বড় স্বস্তি।
স্কোয়াডের বিচারে কখনোই পিছিয়ে ছিল না আর্জেন্টিনা। কিন্তু ক্লাব ফুটবলে অপ্রতিরোধ্য মেসি, আগুয়েরো, ডি মারিয়া, দিবালারা আর্জেন্টিনার জার্সিতে যেন অচেনা। রক্ষণ বা মাঝমাঠে গতির অভাবের সেই পুরনো সমস্যাটা আছে এখনও। আক্রমণ বাদে দলে কোথাও নেই প্রতিষ্ঠিত তারকা। তাই রক্ষণে জার্মান পেৎজেলা, হুয়ান ফয়েথ এবং মাঝমাঠে রবার্তো পেরেইরা, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসোদের মত একঝাঁক অপরীক্ষিত ফুটবলারদের ওপরই ভরসা রাখছেন নতুন ম্যানেজার লিওনেল স্ক্যালোনি।
সমস্যাটা শুধু স্কোয়াডে না। বিশ্বকাপের পর আর্জেন্টিনার চাকরি হারানো হোর্হে সাম্পাওলির জায়গায় আসা স্ক্যালোনি এখনও দলকে নিজে দর্শনে দিষ্ট করতে পারেননি। আর্জেন্টিনার খেলায় এখনও সিদ্ধান্তহীনতায় ভোগা এবং বোঝাপড়ার অভাব স্পষ্ট। তবে এখন পর্যন্ত তার অধীনে রেকর্ডটা ভালোই আর্জেন্টিনার। ৯ ম্যাচে ৬টিতেই জিতেছে তারা, হেরেছে মাত্র ২টি। কিন্তু সেই জয়গুলো র্যাংকিংয়ের অনেক নিচে থাকা দলের বিপক্ষে।
২০১৭ সালে ইকুয়েডরের বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে জয়ের পর লাতিন আমেরিকার কোনও দলকে হারাতে পারেনি আর্জেন্টিনা, মার্চে হেরেছে ভেনেজুয়েলার কাছে। মাউরো ইকার্দিকে না নেওয়া নিয়ে স্কোয়াড ঘোষণার পর থেকেই বেশ সমালোচনার সম্মুখীন হতে হয়েছে স্ক্যালোনিকে। কিন্তু প্রথম ম্যাচের আগে নিজের পক্ষেই সাফাই গাইলেন তিনি, ‘মাউরো অবশ্যই দারুণ ফুটবলার, কিন্তু বাকি ফরোয়ার্ডরা তার চেয়ে ভাল করেছে এই মৌসুমে। নাম বা সামর্থ্য নয়, ফর্মের বিচারেই দল সাজিয়েছি।’
ম্যানেজার হিসেবে নিজের প্রথম কোপা মিশনের আগে বেশ নির্ভারই দেখা গেল স্ক্যালোনিকে, ‘আমরা সম্ভাব্য সবধরণের প্রস্তুতিই নিয়েছি। ব্রাজিলের মাঠে খেলা এটা চাপের চেয়ে আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবেই দেখি আমি। অবশ্যই নিজেদের মাঠ এবং ফর্মের বিচারে তারাই ফেভারিট, কিন্তু আমরাও ছেড়ে কথা বলব না। বিশ্বের সেরা ফুটবলার আমাদের অধিনায়ক, দলে অভিজ্ঞদের মত তরুণরাও দারুণ প্রতিভাবান।’
প্রতিপক্ষ কলম্বিয়া অবশ্য কিছুটা হলেও হয়তো এগিয়ে আছে আর্জেন্টিনার চেয়ে। মেসিদের মত এত জল্পনা-কল্পনা নেই তাদের নিয়ে, দলে আছে হামেস রদ্রিগেজ, রাদামেল ফালকাওদের মত প্রতিষ্ঠিত ফুটবলাররা। ২০১৬ সালের কোপা আমেরিকায় তৃতীয় হয়েছে তারা। আর্জেন্টিনাকে আটকে দেওয়ার টোটকাটা অবশ্য ভালোই জানা আছে নতুন কোচ কার্লোস কুইরোজের। ২০১৪ বিশ্বকাপে ইরানকে নিয়ে আরেকটু হলেই তাদের রুখে দিতেন কুইরোজ। মেসির শেষদিকের গোলে হারলেও প্রশংসা কুড়িয়েছিল ইরান। কুইরোজের অধীনে ৪ ম্যাচে ৩টিতেই জিতেছে কলম্বিয়া।
সাম্প্রতিক ফর্মেও আর্জেন্টিনার চেয়ে এগিয়ে আছে কলম্বিয়া। শেষ ৮ ম্যাচের ৬টিতেই জিতেছে তারা। আর্জেন্টিনা না পারলেও একবিংশ শতাব্দীতে কোপা আমেরিকা জিতেছে তারা (২০০১ সালে)। এবার হামেসদের নিয়ে বেশ উচ্চাকাঙ্ক্ষা আছে কলম্বিয়ানদের। ‘বি’ গ্রুপে অন্য দুই দল প্যারাগুয়ে এবং কাতার হওয়ায় আর্জেন্টিনা এবং কলম্বিয়ার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাই প্রবল। তবে নিশ্চয়ই রানার্স আপ হয়ে নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যেতে চাইবে কুইরোজের দল। আর সেজন্য আর্জেন্টিনার বিপক্ষে জেতার জন্য মুখিয়ে থাকবেন তারা।
দলের খবর
ম্যাচের আগের দিনও একবার দল পরিবর্তন করতে হয়েছে আর্জেন্টিনাকে। আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা হাঁটুর ইনজুরিতে পড়ায় দলে এসেছেন হুয়ান মুসো। ফ্রাঙ্কো আর্মানিই তাই দাঁড়াচ্ছেন গোলবারের নিচে।
স্ক্যালোনির মত অবশ্য এত দুশ্চিন্তা নেই কুইরোজের। আক্রমণে ফালকাওয়ের সাথে নামবেন ফর্মে থাকা স্ট্রাইকার দুভান জাপাতা, রক্ষণে আছেন ইয়েরি মিনা এবং ডাভিনসন সানচেজ। সেটপিস থেকে তাই আর্জেন্টাইন রক্ষণভাগকে ভোগানোর জোর সম্ভাবনা আছে কলম্বিয়ার।
সম্ভাব্য মূল একাদশ
আর্জেন্টিনা (৪-৩-৩): আর্মানি; সারাভিয়া, অটামেন্ডি, পেৎজেলা, টালিয়াফিকো; লো সেলসো, রদ্রিগেজ , পারেদেস; মেসি, আগুয়েরো, ডি মারিয়া
কলম্বিয়া (৪-৩-১-২): ওসপিনা; আরিয়াস, সানচেজ, মিনা, তেসিয়ো; বারিওস, উরিবে, কুয়াদ্রাদো; হামেস; ফালকাও, জাপাতা
হেড টু হেড
কলম্বিয়ার বিপক্ষে শেষ ৮ দেখায় অপরাজিত আর্জেন্টিনা, জিতেছে শেষ ৫টি। এই ৮ ম্যাচে মাত্র ১বার আর্জেন্টাইন জালে বল পাঠিয়েছে কলম্বিয়া। ১৯৯৯-এর পর কোপায় আর্জেন্টিনাকে হারাতে পারেনি কলম্বিয়া।
প্যাভিলিয়ন প্রেডিকশন: আর্জেন্টিনা ১-১ কলম্বিয়া