বার্সেলোনার প্রত্যাশা পূরণ করতে পারিনি: কুতিনিয়ো
বার্সেলোনার হয়ে গত মৌসুমে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন ফিলিপ কুতিনিয়ো। কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে জড়াতেই যেন স্বরূপে ফিরলেন তিনি। কুতিনিয়োর জোড়া গোলেই বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করেছে স্বাগতিক ব্রাজিল। ম্যাচ শেষে কুতিনিয়ো নিজেই স্বীকার করেছেন, গত মৌসুমে বার্সার প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
বলিভির বিপক্ষে ম্যাচসেরা হয়েছিলেন কুতিনিয়োই। ম্যাচ শেষে মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন তিনি, 'বার্সা সমর্থকেরা গত মৌসুমে আমাকে দারুণ সমর্থন জানিয়েছেন। যখন ফর্মে ছিলাম না, তখনও তারা আমাকে সমর্থন জানিয়ে গেছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ক্লাব ফুটবলে গত মৌসুম খুব একটা ভাল যায়নি আমার, মাঠে তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি।'
তবে হাল ছাড়ছেন না কুতিনিয়ো, জানালেন ফিরে আসার জন্য সম্ভাব্য সবই করবেন তিনি, 'ফুটবলে ফর্ম হারানো খুবই স্বাভাবিক ব্যাপার, যে কেউই ফর্মহীনতায় ভুগতে পারে। আমি সর্বাত্মক চেষ্টা করব যেন ক্লাবের হয়ে ফর্মে ফিরতে পারি।' ব্রাজিলের হয়ে ম্যাচসেরা হতে পেরে উচ্ছ্বসিতই ছিলেন কুতিনিয়ো, 'দেশের হয়ে ভাল খেলতে পারাটা সবসময়ই দারুণ। আজকের জয়ে দলকে সাহায্য করতে পেরে আমি খুশি। আশা করি এভাবেই ফাইনালের দিক এগুবো আমরা।'