মায়ের জন্যই ভারতের বিপক্ষে ভালো করতে চান আমির
ছোটবেলায় মায়ের সাথে বসেই টিভিতে দেখতেন ভারত-পাকিস্তান দ্বৈরথ। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মোহাম্মদ আমির যখন ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দিয়েছিলেন, পাকিস্তানে তাঁর মায়ের আনন্দের কোনো সীমা ছিল না। আজ ওল্ড ট্রাফোর্ডে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান, কিন্তু এবার আর সেই খেলাটা দেখা হবে না আমিরের মা নাসিম আক্তারের। ম্যাচের আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলছেন, পরপারে পাড়ি জমানো মাই কোহলি-রোহিতদের বিপক্ষে তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা।
গত মার্চে মারা গেছেন আমিরের মা। ভারতের বিপক্ষে ম্যাচে মায়ের স্মৃতিকে স্মরণ করেই ভালো কিছু করতে চান আমির, ‘স্বর্গ থেকে আমার মা আমার জন্য প্রার্থনা করবেন। টিভির সামনে বসে তিনি সবসময় আমার জন্য দোয়া করতেন। আমি যেন পাঁচ উইকেট পাই, এটাই চাইতেন তিনি। এজন্যই গতবার পাঁচ উইকেট পেয়ে তাঁর কথা ভেবে কেঁদে দিয়েছিলাম। ভারত-পাকিস্তান ম্যাচ তো আমাদের বাড়িতে একটা উৎসবের মতো ছিল। ভারতের বিপক্ষে আমার সাফল্য খুব বেশি করেই চাইতেন তিনি। তাঁর জন্যই এই ম্যাচে ভালো কিছু করতে চাই।’
আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফিরিয়েছিলেন আমির। শেষ পর্যন্ত ওই ম্যাচে জিততে না পারলেও আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে আমিরের, ‘অস্ট্রেলিয়ার সাথে পাঁচ উইকেট নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলাম আমি। দলের যখন সবচেয়ে বেশি দরকার ছিল তখনই এসেছে এটা। আমি ভালো বোলিং করেও উইকেট পাচ্ছিলাম না, তাও সবাই আমার পাশে থেকেছে।’
এদিকে সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচে আমিরের ভূমিকাই সবচেয়ে বড় হবে, ‘পাকিস্তান তাদের বোলারদের ওপর নির্ভরশীল, বিশেষ করে আমিরের ওপর। সে যদি দ্রুত কিছু উইকেট নিতে পারে, ভারত চাপে পড়ে যাবে। তাহলে ভারতকে ২৫০ রানের মাঝে আটকে ফেলতে পারবে পাকিস্তান। ভারত ৩০০ রানের বেশি করলে সেটা তাড়া করা খুবই কঠিন হয়ে যাবে।’