কলম্বিয়ার কাছে হার নিয়ে বেশি ভাবতে চান না মেসি
শেষ বাঁশি বাজার পর মাথা নিচু করে মাঠ ছাড়ছেন লিওনেল মেসি, আর্জেন্টিনার খেলায় এ যেন পরিণত হয়েছে নিয়মিত দৃশ্যে। গতবার কোপা আমেরিকার ফাইনালে যেখানে শেষ করেছিলেন, এবারের শুরুটাও একইরকম হলো মেসির। কলম্বিয়ার সাথে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসি বলছেন, এই হার নিয়ে বেশি না ভেবে সামনের দিকেই তাকাতে চান তিনি।
প্রথমার্ধে কোন গোল হয়নি। ৭২ ও ৮৬ মিনিটে দুই গোল হজম করে আর্জেন্টিনা। মেসি ও অন্য আর্জেন্টাইন ফরোয়ার্ডরা কলম্বিয়ার রক্ষণভাগ ভেদ করে গোল শোধ করতে পারেননি। প্রথম ম্যাচেই এমন হারের পর মেসি বলছেন, এখনই হতাশ হওয়ার কিছু নেই, ‘এই ম্যাচ থেকেও অনেক ইতিবাচক দিক বের করা যায়। সামনে যে চ্যালেঞ্জ আছে সেটা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। হার নিয়ে বেশি কথা বলার সময় নেই। সামনের দিকে তাকাতে হবে। নিজেদের খেলার ধার বাড়াতে হবে, এখনো টুর্নামেন্টের অনেক সময় বাকি।’
এই নিয়ে মাত্র তৃতীয়বার কোপায় নিজেদের প্রথম ম্যাচ হারলো আর্জেন্টিনা। ১৯১৯, ১৯৭৯ এর পর ২০১৯ এ এসে ঘটল এমন ঘটনা। মেসি বলছেন, এমন হার থেকে দলকে শিক্ষা নিতে হবে, ‘এই ম্যাচের শিক্ষাটা পরের ম্যাচে কাজে লাগাতে হবে। হার দিয়ে বড় টুর্নামেন্ট শুরু করাটা কঠিন। পরের ম্যাচে প্যারাগুয়েকে হারাতে পারলে ঠিক পথে ফেরত আসবে আর্জেন্টিনা।’
এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি হারের পর জানিয়েছেন, সালভাদোরের ফন্টে নোভা অ্যারেনার মাঠের অবস্থা নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন, ‘এই মাঠের খুবই খারাপ অবস্থা। এটা তো এই মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচ ছিল। এখনই যে অবস্থা, সামনে তাহলে কী হবে! এই মাঠে খেলার জন্য তো ফুটবলারদের বাড়তি প্রেরণা লাগবে।’
১৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।