শেষ হচ্ছে জেরার্ড-যুগ
কখনও কি কল্পনা করেছেন এরকম একটা মুহূর্ত আসবে ? যে ক্লাব তাঁর প্রথম সবকিছু, যে মাঠের আলো হাওয়ায় কেটেছে ১৬ বছর, যেখানে নিজেকে নিয়ে গেছেন অলঙঘনীয় এক উচ্চতায়, সেই লিভারপুল ছেড়ে চলে যাবেন স্টিভেন জেরার্ড ? লিভারপুল আর জেরার্ড- এই দুইটি শব্দ তো সমার্থকই হয়ে গিয়েছিল। তবে এই মৌসুমেই সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, এটাই লিভারপুলে নিজের শেষ মৌসুম বলে জানিয়ে দিয়েছেন জেরার্ড নিজেই।
আজ ঘোষণাটা দিতে গিয়ে জেরার্ড হয়ে পড়লেন আবেগাপ্লুত, "লিভারপুল আমার জীবনে এতোটাই বড় জায়গা নিয়ে আছে, বিদায় বলাটা খুব খুব কঠিন। কিন্তু আমি মনে করি এটা সবার ভালোর জন্যই হবে, নিজের, পরিবারের ও ক্লাবেরসহ।"
"আমি খেলা ছেড়ে যাচ্ছি না। তবে পরের গন্তব্য কী হবে সেটা এখনই বলতে পারছি না। তবে বড় কোনো ক্লাবের হয়ে খেলব না। তবে আমি লিভারপুলের মুখোমুখি হতে চাই না। এটা মেনে নেওয়া আমার জন্য অসম্ভব।"
"ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে আরও ঋদ্ধ করার জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি এটাও নিশ্চিত করতে চাই, চলে যাওয়ার সময় আমি কোনো আক্ষেপ রেখে যাচ্ছি না।"
"আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি নিশ্চিত করতে চাই, এই মৌসুমে বাকি যে ম্যাচেই খেলব, নিজের সেরাটাই ঢেলে দেব। "
"সবশেষে আমি সমর্থকদের জন্য কিছু বলতে চাই। খেলোয়াড় ও সমর্থক হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারাটা অসাধারণ একটা ব্যাপার। আমি এর প্রতিটি মুহূর্তই উপভোগ করেছি। এই মৌসুমটা যথাসম্ভব ভালোভাবে শেষ করতে চাই, ভালোভাবেই লিভারপুল ক্যারিয়ার শেষ করতে চাই।"
লিভারপুল অবশ্য জেরার্ডকে আরও দুই মৌসুম চুক্তি বাড়ানোর জন্য নাকি প্রস্তাব দিয়েছিল। কিন্তু স্টিভি জি সেটা ফিরিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন উঠে গেছে, পরের ঠিকানা কোথায় হচ্ছে ? শোনা যাচ্ছে, এবার জেরার্ড মার্কিন মুলুকে পাড়ি জমাতে পারেন, এমএলএসের দল এলএ গ্যালাক্সির সঙ্গে কথাবার্তাও অনেকদূর এগিয়েছে।
সূত্রঃ ইএসপিএন।