'এই আর্জেন্টিনাকে টোঙ্গাও হারিয়ে দেবে'
গত দুইবারের রানার্সআপ আর্জেন্টিনা এবার তাদের কোপা আমেরিকা মিশন শুরু করেছে হার দিয়েই। কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২-০ গোলে অসহায় আত্মসমর্পণ করেছেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনার এমন শুরুতে যারপরনাই হতাশ সাবেক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ক্ষুব্ধ ম্যারাডোনা বলছেন, এই আর্জেন্টিনা দলকে হারাতে পারবে পুঁচকে দেশ টোঙ্গাও।
১৯৯৩ সালের পর বড় কোন শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। ১৯১৯, ১৯৭৯ সালের পর এইবারই প্রথম হার দিয়েই কোপা মিশন শুরু করল তাঁরা। রোজার মার্টিনেজ ও ডুভান জাপাতার গোলে ১২ বছর পর আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছে কলম্বিয়া। এই ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন মেসি।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলছেন, এই আর্জেন্টিনা দলকে যেকোনো দলই হারিয়ে দেবে, ‘আমার তো মনে হচ্ছে টোঙ্গাও(যাদের র্যাংকিং ২০২) আমাদের বিপক্ষে খেললে জিতে যাবে! আমরা নিজেরাই নিজেদের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছি। মনে আছে, পেরু ছাড়ার সময় আমাদের বাস ভাঙা হয়েছিল? এই আর্জেন্টিনার জার্সিটা দলের ফুটবলারদের কাছে কতটুক গুরুত্বপূর্ণ? তাদের মাঝে তো কোন অনুভূতিই নেই! এটা তো অনুভব করতে হবে।’
আগামীকাল বেলো হরিজন্তে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।