বার্সায় ফিরছেন নেইমার, পগবার জন্য ট্রান্সফার রেকর্ড ভাঙ্গবে রিয়াল?
বার্সায় ফিরছেন নেইমার?
গত সপ্তাহে প্যারিস সেইন্ট জার্মেই চেয়ারম্যান নাসের আল খেলাইফি বলেছিলেন, 'নেইমারকে পিএসজিতে আসতে কেউ বাধ্য করেনি। ফুটবলারদের সবার থেকেই আমরা পেশাদারি মনোভাব আশা করি। এখানে কেউই আমোদ-ফূর্তি করতে আসেনি।' অনেকদিন ধরেই পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল নেইমারের। এখন লেকিপ জানিয়েছে, খেলাইফির সাথে দ্বন্দ্ব এবং ইউরোপে পিএসজির ব্যর্থতা মিলিয়ে ক্লাব ছাড়তে রীতিমত উঠেপড়ে লেগেছেন নেইমার। এতদিন রিয়াল মাদ্রিদের কথ শোনা গেলেও স্পোর্ট জানিয়েছে, বার্সাতেই ফিরতে চান নেইমার। বার্সাও তাদের সাবেক ফরোয়ার্ডকে দলে নিতে চায়।
স্পোর্ট বলছে, এজন্য পিএসজিকে ১০০ মিলিয়ন ইউরো এবং উসমান ডেম্বেলে, ইভান রাকিটিচ এবং স্যামুয়েল উমতিতিকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বার্সা। বাঁ-প্রান্তে ডেম্বেলে বা ফিলিপ কুতিনিয়োদের কেউই নিজেকে প্রমাণ করতে পারেননি। লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসির সাথে আবারও নেইমারকে একসাথে দেখতে চায় বার্সা। তবে কাতালানদের প্রস্তাবে এখনও কিছু জানায়নি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। তবে আগামী মৌসুমে পিএসজির জার্সিতে নেইমারকে দেখার নিশ্চয়তা দিতে পারছেন না ম্যানেজার থমাস তুকেলও।
অ্যাটলেটিকোতেই যাচ্ছেন ফেলিক্স?
২০১৮-১৯ মৌসুমে বেনফিকার হয়ে আলো ছড়িয়েছিলেন তিনি, অভিষেকও হয়েছে পর্তুগাল জাতীয় দলে। বেনফিকার ফরোয়ার্ড হোয়াও ফেলিক্সকে দলে নিতে উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু মার্কা জানিয়েছে, ফেলিক্সকে দলে নেওয়ার রেসে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তার জন্য নিজেদের ট্রান্সফার রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে ডিয়েগো সিমিওনের দল। পর্তুগিজ ফরোয়ার্ডদের জন্য ১২০ মিলিয়ন ইউরো খরচ করবে তারা।
মার্কা জানিয়েছে, অ্যাটলেটিকোর সাথে চুক্তি করতে মাদ্রিদেই আছে ফেলিক্স। তবে অ্যাটলেটিকোর সাথে চুক্তির ব্যাপারটি সত্য নয় জানিয়েছে বেনফিকা। শেষ পর্যন্ত ফেলিক্সের ভবিষ্যৎ জানতে অপেক্ষাই করতে হবে।
পগবার জন্য ট্রান্সফার রেকর্ড ভাঙ্গবে রিয়াল?
রিয়ালের ম্যানেজারের পদে ফিরে আসার পর থেকেই পল পগবাকে দলে নিতে চাচ্ছেন জিনেদিন জিদান। এই সপ্তাহেই নতুন চ্যালঞ্জ নেওয়ার কথা বলে পরোক্ষভাবে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা বলেছেন পগবা। কিন্তু রিয়াল, পগবা চাইলেও বেঁকে বসেছে ইউনাইটেড। পগবাকে কোনওভাবেই ১৫০ মিলিয়ন ইউরোর নিচে ছাড়বে না তারা।
কিন্তু রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়ে দিয়েছেন, পগবাকে দলে নিতে আকাশচুম্বী ট্রান্সফার ফি দিবে না রিয়াল। কিন্তু জিদানও নাছোড়বান্দা। পগবাকে রিয়ালে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ফ্রান্স জাতীয় দলের ম্যানেজার দিদিয়ের দেশমও।
ডেম্বেলেকে চায় লিভারপুল?
চ্যাম্পিয়নস লিগ জেতার পর আগামী মৌসুমের জন্য দল সাজানোর কাজ শুরু করেছেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। ফরোয়ার্ড লাইন শক্তিশালী করতে লিভারপুলের ডেম্বেলেকে দলে নিতে চান জার্মান ম্যানেজার। ডেম্বেলের জন্য ১১০ মিলিয়ন ইউরোও খরচ করতে রাজি লিভারপুল।
বার্সায় গত মৌসুম খুব একটা ভাল কাটেনি ডেম্বেলের। ইনজুরি, ফর্মহীনতায় ভোগায় একাদশেও সুযোগ পাননি তেমন। নতুন মৌসুম শুরুর আগে ক্লাব ছাড়তে চান তিনি নিজেও। তবে লিভারপুলেও একাদশে সুযোগ পাওয়া নিয়ে সংশয় আছে ডেম্বেলের। সাদিও মানে, মোহামেদ সালাহদের জায়গায় তার সুযোগ পাওয়ার সম্ভাবনাও হয়তো কম।