সেরা একাদশ খুঁজে পায়নি অস্ট্রেলিয়া
প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটিতে হার। ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে সেমির পথে ভালোভাবেই এগুচ্ছে অস্ট্রেলিয়া। তবুও অ্যারন ফিঞ্চের দলে একটা খচখচানি থেকেই যাচ্ছে। অস্ট্রেলিয়ার একাদশে আসলে কোন এগারোজনের থাকার উচিত, সেটা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন স্বীকার করে নিলেন, বিশ্বকাপের মাঝপথে এসেও এখনো সেরা একাদশ খুঁজে পায়নি অস্ট্রেলিয়া।
মার্কাস স্টোয়নিসের ইনজুরিটাই সবচেয়ে বিপাকে ফেলেছে অস্ট্রেলিয়াকে। অলরাউন্ডার স্টোয়নিসের জায়গায় কে খেলবেন, সেটাই এখন বড় প্রশ্ন। শোনা যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে স্টোয়নিস সুস্থ না হলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন তিনি। তার জায়গায় স্কোয়াডে ঢোকার জন্য প্রস্তুত আছেন আরেক অলরাউন্ডার মিচেল মার্শ। অন্যদিকে এখন পর্যন্ত একটি ম্যাচেও একাদশে ছিলেন না স্পিনার নাথান লায়ন। শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে খেলেননি অ্যাডাম জাম্পাও। বাংলাদেশের বিপক্ষে একাদশে কারা থাকবেন, সেটাও এখনো নিশ্চিত না।
হ্যাডিন বলছেন, অস্ট্রেলিয়া সেরা একাদশ নির্বাচন করতে হিমশিম খাচ্ছে, ‘এখনো আমরা সেরা একাদশ নিয়ে ভাবছি। স্টোয়নিসের ইনজুরিই সবকিছু এলোমেলো করে দিয়েছে। সে খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। কোন এগারোজন খেললে দলের জন্য ভালো হয় সেটাই বের করার চেষ্টা করছি। টুর্নামেন্ট যত এগিয়ে যাবে, আমরা ততো ভালোভাবে বুঝতে পারব কোন একাদশ নামানো উচিত। এই মুহূর্তে আমরা নিশ্চিত নই এই ব্যাপারে।’
২০১৫ বিশ্বকাপে স্কোয়াডের ১৫জনকেই খেলিয়েছিল অস্ট্রেলিয়া। এবারো সবাইকে প্রতি ম্যাচের আগে প্রস্তুত রাখছে টিম ম্যানেজমেন্ট, জানালেন হ্যাডিন, ‘বিশ্বকাপ জেতার জন্য স্কোয়াডে বৈচিত্র্য দরকার। ক্রিকেটাররা এটা বোঝেন। আমরা তাদের প্রস্তুত করছি সেভাবেই। প্রতি ম্যাচের আগে যেন সবাই প্রস্তুত থাকে, সেভাবেই কাজ করছি। আর একাদশ নির্বাচন নিয়ে বেশি ভাবছি না। যেহেতু আমরা ম্যাচ জিতছি, তাই এসব নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। তবে এখনো নিজেদের সেরা খেলাটা নিয়মিত খেলতে পারছি না, এটা একটু ভয়ের ব্যাপার।’