• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    ৬ রানে অলআউট হয়ে মালির লজ্জার রেকর্ড

    ৬ রানে অলআউট হয়ে মালির লজ্জার রেকর্ড    

    ম্যাচের স্কোরবোর্ডের দিকে তাকালে যে কেউ তবদা খেয়ে যাবে। এগারোজন ক্রিকেটারের মাঝে মাত্র একজন রান পেয়েছেন, বাকি দশজনই করেছেন শূন্য! এই অদ্ভুত ঘটনা ঘটেছে রুয়ান্ডা-মালি ম্যাচে। কুইবুকা নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে রুয়ান্ডার বিপক্ষে মাত্র ৬ রানেই গুটিয়ে গেছে মালি। নারীদের টি-টোয়েন্টিতে এটাই সর্বনিম্ন স্কোর।

    টসে জিতে ব্যাটিংয়ে নামে মালি। প্রথম ওভারেই রুয়ান্ডার বিমেনইমানার বলে আউট হন সিসে। সেই শুরু, এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মালির ইনিংস স্থায়ী হয়েছে ৯ ওভার। মালির হয়ে একমাত্র রানের খাতা খুলতে পেরেছেন মরিয়ম সামাকে। বাকি পাঁচ রান এসেছে অতিরিক্ত। দলের বাকি কেউই রানের খাতা খুলতে পারেননি।

    রুয়ান্ডার জোসাইন নিরানকুয়েনদিনেজা নিয়েছেন তিন উইকেট। বিমেনইমানা ও মারগারিট ভুমিলিয়া নিয়েছেন দুটি করে উইকেট। মাত্র ৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চার বল খেলেই জয় তুলে নেয় রুয়ান্ডা।

    এর আগে নারীদের টি-টোয়েন্টি সর্বনিম্ন রান ছিল ১৪। এই বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানের গুটিয়ে গিয়েছিল চীন।