ব্রাজিলকে নিয়ে দুশ্চিন্তায় তিতে
ম্যাচে তিনবার বল জালে জড়িয়েছে ব্রাজিল। প্রতিবারই গোলের উল্লাস করতে গিয়ে শুধু হতাশই হতে হয়েছে রবার্তো ফিরমিনোদের। আজ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে তিন তিনবার ভিএআরের জন্য গোল বাতিল হয়েছে সেলেসাওদের। শেষ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে তিতের দলকে। ম্যাচ শেষে ব্রাজিল কোচ তিতে বলছেন, ভিএআরের এমন সিদ্ধান্তে তিনি নারাজ নন। ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে কিছুটা চিন্তায় আছেন বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।
ব্রাজিলের বাতিল হওয়া তিন গোলেই দুর্ভাগ্যক্রমে জড়িয়ে ছিলেন ফিরমিনো। প্রথমার্ধে ফিরমিনোর বল জালে জড়িয়েছিলেন, তবে ডিফেন্ডার ভিয়ানুয়েভাকে ফাউল করায় সেই গোল বাতিল করেন রেফারি হুলিও বাসকুনান। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল হেসুস ও ফিলিপ কুতিনিয়োর গোল বাতিল হয় ফিরমিনো অফসাইড পজিশনে থাকায়। ম্যাচের ৬৯ শতাংশ সময়ে বল নিজেদের পায়ে থাকলেও ম্যাচ জিততে ব্যর্থ হওয়ায় ব্রাজিল দলকে গত ম্যাচের মতো দুয়ো দিয়েছে স্টেডিয়ামের দর্শক।
তিতে অবশ্য রেফারির সিদ্ধান্তকে মাথা পেতে নিচ্ছেন, ‘রেফারি সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। এটা নিয়ে অভিযোগ করার তো কিছু নেই। গোলের সময় অফসাইড, ফাউল যে হয়েছিল সেটা আমি নিজেই দেখেছি।’
প্রথম ম্যাচে বলিভিয়াকে হারালেও সেই ম্যাচের প্রথমার্ধের খেলা মন ভরাতে পারেনি সমর্থকদের। আজকের ম্যাচে পুরোটা সময় জুড়েই শুনতে হয়েছে দুয়ো। পজেশন নিজেদের অনুকূলে থাকলেও ম্যাচ জিততে না পারায় কিছুটা দুশ্চিন্তায় আছেন তিতে, ‘এটা সত্যি আমি কিছুটা চিন্তিত। ফুটবলাররা ফলাফলটা বের করে আনতে পারছে না। দ্বিতীয়ার্ধে আমি তাদের বেশি বেশি পাস দিতে বলেছিলাম। এটাই আমাদের খেলার ধরন, মিথ্যা বলে তো লাভ নেই। কিন্তু চাপের মাঝে কীভাবে ভালো খেলতে হয় এটা আমাদের জানতে হবে। এটাই সামনের ম্যাচের জন্য বড় চ্যালেঞ্জ।’
প্রথম ম্যাচের মতো এবারও দর্শকের দুয়ো নিয়ে খুব একটা আপত্তি নেই তিতে, ‘সমর্থকদের মনের অবস্থা বুঝতে হবে। তারা গোল দেখার জন্য মাঠে আসে। আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমিও এমনটাই চাইতাম। তাই তাদের দুয়ো দেওয়ার কারণটা বুঝতে পারছি।’
আগামী রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। এই মুহূর্তে ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ এ এর শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে পেরু।