• কোপা আমেরিকা
  • " />

     

    'আর্জেন্টিনার পরের রাউন্ডে না ওঠাটা হবে বড় ধাক্কা'

    'আর্জেন্টিনার পরের রাউন্ডে না ওঠাটা হবে বড় ধাক্কা'    

    প্রথম ম্যাচে দলের হার এড়াতে পারেননি লিওনেল মেসি। প্যারাগুয়ের বিপক্ষে ভিএআরের মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে গোল করেই আর্জেন্টিনাকে মহামূল্যবান একটি পয়েন্ট এনে দিয়েছেন তিনি। তবে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টাইন অধিনায়ক বলছেন, আর্জেন্টিনার পরের রাউন্ডে না ওঠাটা হবে দলের জন্য বড় ধাক্কা।

    প্যারাগুয়ের রিচার্ড সানচেজের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। পেনাল্টি থেকে পাওয়া মেসির গোলে ম্যাচে সমতা আসে। এরপর অবশ্য আবার এগিয়ে যেতে পারত প্যারাগুয়ে, তাদের একটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন গোলরক্ষক ফ্রাঙ্কো আর্মানি। প্যারাগুয়ের বিপক্ষে ড্র করে যারপরনাই হতাশ মেসি, ‘এই ম্যাচে জয়টা খুব দরকার ছিল। পূর্ণ তিন পয়েন্ট না পেয়ে খুবই হতাশ। এই জয় আমদের একধাপ এগিয়ে দিত। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। তাও নিজেদের সেরা দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টায় ছিলাম।'

    এক পয়েন্ট নিয়ে বি গ্রুপের তলানিতে আছে আর্জেন্টিনা। আগামী রবিবার কাতারের বিপক্ষে শেষ ম্যাচে জিততেই হবে তাদের। তাতেও পরের রাউন্ড নিশ্চিত হবে না মেসিদের, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। কাতারের বিপক্ষে ম্যাচের আগে তাই জয়ের জন্য মরিয়া মেসি, ‘ওই ম্যাচটা আমাদের জন্য বাঁচা মরার লড়াই। যদি শেষ পর্যন্ত আর্জেন্টিনা পরের রাউন্ডে না যায়, সেটা অনেক বড় ধাক্কা হবে। যদিও প্রতি গ্রুপ থেকে দুই দল ও আরও দুই দল যাবে পরের রাউন্ডে, আমরাও তাই আশাবাদী। দল এই মুহূর্তে খুবই হতাশার মাঝে আছে। আমরা এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারিনি। পরের ম্যাচটা তাই জিততেই হবে।’  

    এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্বীকার করে নিয়েছেন, জয় পাওয়ার মতো ফুটবল খেলেনি তাঁর দল, ‘প্রথমার্ধে আমরা খুবই খারাপ খেলেছি। আমরা কোন সুযোগ তৈরি করতে পারিনি, আক্রমণেও নিয়ন্ত্রণ ছিল না। ম্যাচে কী করতে হবে সেই ব্যাপারে পরিকল্পনা পরিষ্কার ছিল, তবে সেটার বাস্তবায়ন হয়নি। আমরা প্রতি মুহূর্তেই পা থেকে বল হারিয়েছি। প্যারাগুয়ে নিজেদের প্রথম আক্রমণেই গোল করেছে, এটা আমাদের অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছিল। আর্জেন্টিনার মতো দলের জেতাই উচিত সবসময়। বিরতির সময় আমি ফুটবলারদের বলেছিলাম, মাত্র একটা গোল করেছে তারা। শেষ পর্যন্ত গোল শোধ করতে পেরেছে আর্জেন্টিনা।’