২০২২ কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হচ্ছে মেয়েদের ক্রিকেট
২০২২ কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত আসতে ছয় সপ্তাহের মতো সময় লাগবে, এর আগে হবে ৭১ সদস্যের ভোট। তবে আইসিসি ও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সমন্বিতভাবে যে বিড করেছিল ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে কমনওয়েলথ গেমসে, ২০২২ সালে বার্মিংহামে হতে যাওয়া গেমসের একটি ইভেন্ট হিসেবে মনোনিত করা হয়েছে মেয়েদের সে টি-টোয়েন্টি ক্রিকেটকে।
২০১৮ সালে আইসিসি উইমেনস ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শেষ হওয়ার পর এ বিড করা হয়েছিল এমসিসির সমর্থনে। ২০১৯ সালে এমসিসির সভায় অস্ট্রেলিয়ান কিংবদন্তী শেন ওয়ার্ন, সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটস ও কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিংসহ অন্যরা এমন গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।
আইসিসির প্রধান নির্বাহী মানু সহনি বলেছেন, “বার্মিংহাম ২০২২ সালে মেয়েদের ক্রিকেট মনোনিত হওয়ার আমরা দারুণ খুশি। আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই, কমনওয়েলথ গেমস পরিবারের অংশ হওয়াটা গর্বের বিষয়।”
বার্মিংহামে মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্ত হলে ক্রিকেটের জন্য এটি হবে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে বাংলাদেশসহ ছেলেদের ১৬টি দল অংশ নিয়েছিল। সেবার অস্ট্রেলিয়াকে টপকে স্বর্ণ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।