নিজেকে ফিরে পাচ্ছেন সানচেজ, শেষ আটে চিলি
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফুটবল খেলাটাই যেন ভুলে গিয়েছিলেন। চার মাস কোনো গোল পাননি, প্রথম একাদশেই তো সুযোগ হতো না ঠিকমতো। কোপা আমেরিকাতে অ্যালেক্সিস সানচেজ ফর্মে ফিরলেন আবার। জাপানের সঙ্গে গোল করার পর আজ লক্ষ্যভেদ করলেন ইকুয়েডরের বিপক্ষেও। আর তাতেই ২-১ গোলের জয়ে চিলি চলে গেছে কোয়ার্টার ফাইনালে।
ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় চিলি।৮ মিনিটে হোসে ফুয়েনজালিদা ভলি করে এগিয়ে নেন তাদের। ম্যাচে দাপটে খেলছিল চিলিই,কিন্তু ২৬ মিনিটে একটা লাইফলাইন পেয়ে যায় ইকুয়েডর। চিলির গোলরক্ষক গ্যাব্রিয়েল আরিয়াস ইকুয়েডরের জেগসন মার্টিনেজকে বক্সের ভেতর ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। আর সেটা থেকে গোল করেই দলকে সমতায় ফেরান এনার ভ্যালেন্সুয়া।
প্রথমার্ধে দুই দলের কেউ আর গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে যায় চিলি। হাফ ভলিতে আসা ক্রসটা দারুণ এক ফার্স্ট টাচে জালে জড়িয়ে দেন সানচেজ। এরপর সুযোগ তৈরি করেও আর গোল করতে পারেনি চিলি। সানচেজ ম্যাচ শেষে জানিয়েছে, অ্যাঙ্কলে চোট নিয়েই পুরো ম্যাচ খেলেছেন। তবে আশ্বস্ত করেছেন, আপাতত চোটটা গুরুতর নয়।
প্রথম ম্যাচে জাপানকে ৪-০ গোলে হারানোর পর আজকের চেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে চিলির। এই গ্রুপে চার পয়েন্ট নিয়ে দুইয়ে আছে উরুগুয়ে, আর ১ পয়েন্ট নিয়ে তিনে আছে জাপান। তবে উরুগুয়ে রানার আপ হলেও জাপান বা ইকুয়েডরের সেরা তৃতীয় দল হিসেবে কোয়ার্টারে যাওয়ার সুযোগ আছে। সেটা নিশ্চিত করতে হলে ইকুয়েডরকে শেষ ম্যাচে জাপানকে হারাতেই হবে। আর জাপানকে অন্তত ড্র করতে হবে।