• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'অতিরিক্ত আবেগের কারণেই হেরেছে আফগানিস্তান'

    'অতিরিক্ত আবেগের কারণেই হেরেছে আফগানিস্তান'    

    বিশ্বকাপে ভারতকে হারানোর এমন সুযোগ ভবিষ্যতে তাদের সামনে আবার আসবে কিনা, সেটা নিয়ে বিস্তর আলোচনা হতেই পারে। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও ভারতের কাছে হারতে হয়েছে আফগানিস্তানকে। বিরাট কোহলিদের অল্প রানে আটকে ফেললেও ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সাউদাম্পটনে গুলবাদিন নাইবদের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মলেনে আফগান অধিনায়ক নাইব বলছেন, অতিরিক্ত আবেগের কারণেই ম্যাচটা জিতে আসতে পারেননি তাদের ব্যাটসম্যানরা।

    আগের ম্যাচেই রশিদ খানদের তুলধুনো করে রানের পাহাড় দাঁড় করেছিল ইংল্যান্ড। গতকাল আফগান বোলারদের অন্য রূপটাও দেখা গেলো। রশিদ-নবীদের বিপক্ষে রোহিত-কোহলিরা করতে পেরেছেন মাত্র ২২৪ রান। রহমত শাহ, মোহাম্মদ নবীদের ব্যাটে ইতিহাস গড়া এক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল আফগানিস্তান। তবে নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়ে সেটা আর হতে দেয়নি বুমরা-শামিরা। শেষ পর্যন্ত শামির হ্যাটট্রিকে ১১ রানের স্বস্তির জয় পায় ভারত।

    নাইব মানছেন, একটা সময় জয়ের আশা জাগলেও আবেগের কারণে শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদের, ‘একটা সময় আমরা ভেবেছিলাম সহজেই জিতে যাবো। কিন্তু আমাদের মাঝে আবেগটা একটু বেশিই কাজ করছি। এই জয়টা আমদের জন্য অনেক বড় একটা অর্জন হতো। শেষ মুহূর্তে গিয়ে জিততে না পেরে তাই খুব বেশি হতাশ। ভারত এই বিশ্বকাপের ফেভারিট, তাদের হারানোটা স্বপ্নের মতো।’

    এখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি আফগানরা। ভারতের বড় সমর্থক নাইব তাঁর প্রিয় ক্রিকেটার কোহলির বিপক্ষে জয়টা খুব করেই পেতে চাইছিলেন, ‘ভারত আমার প্রিয় দল, অন্য সময় তাদেরই সমর্থন করি। কোহলি আমার প্রিয় ক্রিকেটার। তাঁর বিপক্ষে খেলাটা দারুণ একটা অভিজ্ঞতা। এই ম্যাচে আমরা জিততে পারতাম, আবেগটাকে নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল। তবে গত ম্যাচের বাজে পারফরম্যান্সের পর এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বোলাররা, এটাই একমাত্র প্রাপ্তি।’