পিএসজি ছাড়ছেন আলভেজ
দুই বছর আগে জুভেন্টাস ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। ফ্রেঞ্চ লিগে দুই মৌসুম কাটানোর পর এবার পিএসজিকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে ম্যাচের পর ব্রাজিলিয়ান অধিনায়ক আলভেজ এক ইন্সটাগ্রাম বার্তায় জানিয়েছেন, আগামী মৌসুমে পিএসজির জার্সি গায়ে দেখা যাবে না তাকে।
পেরুকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপার পরের রাউন্ডে উঠেছে ব্রাজিল। ম্যাচের কয়েক ঘণ্টা পরেই অধিনায়ক আলভেজ জানিয়েছেন তাঁর পিএসজি ছাড়ার খবরটা, ‘ আমার জীবনের আরেকটি চক্র পূর্ণ হলো। এই সময়টায় অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। পিএসজি পরিবারকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে সেখানে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। ক্লাবের ইতিহাসের অনেক সাফল্যেই আমাদের দুই পক্ষের নাম এক পাতায় লেখা থাকবে। পিএজসির ফুটবলার, কর্মকর্তা ও সমর্থকরা আমাকে যে ভালোবাসা দেখিয়েছে সেটায় আমি কৃতজ্ঞ। ’
পিএসজির হয়ে দুই মৌসুমে দুটি ফ্রেঞ্চ লিগ ও একটি ফ্রেঞ্চ কাপ জিতেছেন ৩৬ বছর বয়সী আলভেজ। বিদায়বেলায় সমর্থকদের কাছে খারাপ সময়ের জন্য ক্ষমাও চাইলেন আলভেজ, ‘আমি যদি কখনো মাঠে নিজের সেরাটা না দিয়ে থাকি, তাহলে আমি সেটার জন্য ক্ষমা চাইছি। নিজের সব ভুলের জন্যও ক্ষমা চাই। হাসিখুশি, পাগলাটে একজন ফুটবলার, যার মুখে সবসময় হাসি লেগে থাকে; এভাবেই আমাকে সবাই মনে রাখুক।’
পিএসজি ছাড়লেও পরের মৌসুমে কোথায় খেলবেন, সেটা এখনো জানাননি তিনি।