• কোপা আমেরিকা
  • " />

     

    'মেসির সাথে সেলফি তোলার জন্য কোপা খেলতে আসিনি আমরা'

    'মেসির সাথে সেলফি তোলার জন্য কোপা খেলতে আসিনি আমরা'    

    কাগজে কলমে হয়ত দুই দলের পার্থক্যটা অনেক বেশি। তবে এই মুহূর্তে কোপা আমেরিকাতে পয়েন্ট তালিকায় আর্জেন্টিনার চেয়ে ওপরেই আছে কাতার। আজ পোর্তো আলেগ্রেতে কাতারের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কাতার কোচ ফেলিক্স সানচেজ আর্জেন্টিনাকে সতর্ক করে বলেছেন, মেসিদের সাথে ‘সেলফি’ তোলার জন্য না, জেতার জন্যই মাঠে নামবে তাঁর দল।

    প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছিল কাতার। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়াকে তারা আটকে রেখেছিল ৮৬ মিনিটে পর্যন্ত। শেষ পর্যন্ত তাদের কাছে কাতার হেরেছে ১-০ ব্যবধানে। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে আছে কাতার। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র করে মেসিরা। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে কাতারের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ স্থানে আছে আর্জেন্টিনা।

    ২০০৫ সালে একবারের দেখায় ৩-০ গোলে হেরেছিল কাতার। এবার অবশ্য ১৪ বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবে না তারা, জানালেন সানচেজ, ‘আমরা জানি যে লাতিন আমেরিকায় আমরা খুব পরিচিত দল নই। তবে আমাদের দলটা খুবই পেশাদার। আর আমরা টুর্নামেন্টে লড়াই করতে এসেছি, মেসির সাথে সেলফি তুলতে নয়!’

    খেলাটা যেহেতু আর্জেন্টিনার বিপক্ষে, মেসি নিয়েই তাই সবচেয়ে বেশি কথা হবে। সানচেজও বলছেন, মেসির পায়ে যতটা কম সম্ভব বল দেওয়ার চেষ্টা করবে তাঁর দল, ‘সে তাঁর নিজের মেধা দিয়ে যেকোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। শত শত কোচ তাঁর বিপক্ষে পরিকল্পনা করেছে। তবে তাকে আটকানোর কোন 'ম্যাজিক-ফর্মুলা' নেই। পুরোটাই নির্ভর করে তাঁর পায়ে কতটা বল থাকবে। যতই পরিকল্পনা করেন তাকে আটকানো খুবই কঠিন কাজ। আমরা সর্বাত্মক চেষ্টা করব আক্রমন্তভাগে তাঁর পায়ে যেন কম বল যায়।’ 

    কাতার কি পারবে আর্জেন্টিনাকে রুখে দিতে?