• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    এবার না হলেও শীঘ্রই রিয়ালে এম্বাপ্পে?

    এবার না হলেও শীঘ্রই রিয়ালে এম্বাপ্পে?    

    এডেন হ্যাজার্ড, লুকা ইয়োভিচদের দলে নিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি এরই মাঝে শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, প্রতি বছর অন্তত একজন 'গ্যালাক্টিকোস' দলে নেওয়ার নীতিতে ফিরে যাবে তারা। হ্যাজার্ড দলে আসলেও অনেকদিন ধরেই রিয়ালের মূল লক্ষ্য কিলিয়ান এম্বাপ্পে। এই মৌসুমে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো খরচ করে ফেলায় হয়তো এবার আর এম্বাপ্পেকে দলে নেওয়া হবে না রিয়ালের। তবে এবার না আসলেও খুব শীঘ্রই এম্বাপ্পেকে দেখা যাবে রিয়ালে, এমন বলছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

    ফ্রেঞ্চ সংবাদমাধ্যম টেলিফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস জানিয়েছেন, শুধু রিয়াল নয়, ইউরোপের সব দলই এম্বাপ্পেকে দলে চাইবে, 'এত কম সময়ে তার মত দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরতে পারেনি কেউ। ধারাবাহিকতা এবং গোল করার দিক দিয়ে মেসি, রোনালদোদের পর্যায়ে চলে গেছে সে। যে কোনও তরুণ ফুটবলারের জন্যই সে একজন রোল মডেল। স্বাভাবিকভাবেই এম্বাপ্পেকে রিয়ালের জার্সিতে দেখতে চায় আমাদের সমর্থকরা। আমরা সবাই তাকে লা লিগায় দেখতে চাই এবং আমার মনে হয় সে খুব শীঘ্রই আসবে। আমি নিশ্চিত একসাথে অনেক শিরোপা ঘরে তুলতে পারব আমরা।'

     

     

    এম্বাপ্পের সাথে নিজের বন্ধুত্বের কথাও জানিয়েছেন ভিনিসিয়াস, 'পেশাদারি ব্যস্ততার কারণে আমরা এখনও সেভাবে বন্ধু হয়ে উঠতে পারিনি। কিন্তু ইন্সটাগ্রামে আমরা আড্ডা দিই। মানুষ হিসেবেও সে দারুণ একজন। সে নিজেও জানে যে রিয়ালের সবাই তাকে দলে চায়। ফ্রেঞ্চ হওয়ায় অন্যান্যদের মত জিদানের প্রতি তার শ্রদ্ধাও অনেক বেশি।'

    অবশ্য এবারের দলবদলেই এম্বাপ্পের জন্য বিড করার কথা ছিল রিয়ালের। কিন্তু গ্যারেথ বেল দল না ছাড়ায় হয়তো এই মৌসুমে তার জন্য আর এগুবে না রিয়াল। হ্যাজার্ডরা দলে আসলেও এখনও মার্কোস ইয়োরেন্তে ছাড়া রিয়াল ছাড়েননি কেউই। দলবদলে আর্থিক নিয়মকানুন মানতে হলে রিয়ালের এই মৌসুমে এম্বাপ্পেকে দলে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ। সেজন্য আগামী মৌসুমে এম্বাপ্পেকে দলে নেওয়ার পরিকল্পনা এখনই করছে রিয়াল। ২০১৯-২০ মৌসুম শেষে তাকে দলে নিতে সম্ভাব্য সবই করবে রিয়াল, জানিয়েছে মার্কা।