রোনালদো থেকে ৪০ গোল চান সারি
জুভেন্টাসের হয়ে নিজের প্রথম মৌসুমে ২৮ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, জিতেছিলেন সিরি আ। জুভেন্টাসের হয়ে দ্বিতীয় মৌসুমেই নতুন ম্যানেজার পাচ্ছেন রোনালদো। তুরিনের বুড়িদের ডাগআউটে মাসিমিলিয়ানো আলেগ্রির জায়গায় এসেছেন মরিজিও সারি। আলেগ্রির মত রোনালদোর থেকে চাওয়াটাও একটু বেশিই সারির। রোনালদোর থেকে প্রতি মৌসুমে ৪০ গোল চান সারি, জানিয়েছে টুট্টোস্পোর্ট।
চেলসিতে এক মৌসুম কাটিয়েই জুভেন্টাসের ম্যানেজার হয়ে সিরি আ-তে ফিরে এসেছেন সারি। গত বৃহস্পতিবার জুভেন্টাসের ম্যানেজার হিসেবে প্রথমবারের মত সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। তুরিনের ম্যানেজার হয়ে আসার পরই নতুন মৌসুমের পরিকল্পনা শুরু করে দিয়েছেন সাবেক নাপোলি ম্যানেজার। জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে এরই মাঝে দেখা করেছেন সারি, জানিয়েছেন তাকে ঘিরে দল গড়ার পরিকল্পনা।
ফ্রান্সের দক্ষিণে ফ্রেঞ্চ রিভেইরায় মৌসুম শেষে অবকাশ যাপন করছেন রোনালদো। সারিকে সেখানেই দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি, সাড়া দিয়েছেন ইতালিয়ান ম্যানেজার। রোনালদো-সারির প্রথম সাক্ষাতে উপস্থিত ছিলেন জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর ফাবিও পারাতিচিও। রোনালদোকে উইং থেকে সরিয়ে মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর ইচ্ছাপোষণ করেছেন সারি। ইতালিতে নিজের প্রথম মৌসুমে রোনালদো খেলেছিলেন বাঁ-প্রান্তে। ডিবক্সের আশেপাশে বেশি থাকলে আরও গোল করতে পারবেন তিনি, বিশ্বাস সারির।
সংবাদ সম্মেলনেই রোনালদোর প্রতি মুগ্ধতা প্রকাশ করেছিলেন সারি, 'ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেক বিশ্বমানের ফুটবলারদের কোচিং করিয়েছি। কিন্তু রোনালদো সবার চেয়ে আলাদা, সে বিশ্বের সেরা ফুটবলার। তাকে ঘিরেই আমি দল সাজাতে চাই। ফুটবলে অসংখ্য রেকর্ড মালিক সে। সিরি আঁতে এক মৌসুমে সর্বোচ্চ গোল করা ফুটবলারকেও (গঞ্জালো হিগুয়াইন, ৩৬) কোচিং করিয়েছি আমি। আশা করি রোনালদো সে রেকর্ড নিজের করে নিতে পারবেন।'
চেলসির হয়ে শেষ ম্যাচে ইউরোপা লিগ জিতে ক্যারিয়ারে নিজের প্রথম শিরোপা ঘরে তুলেছিলেন সারি। পরিবারের কাছাকাছি থাকতেই ইতালিতে ফিরে এসেছেন তিনি। চেলসির আগে সিরি আঁতে জুভেন্টাসের অন্যতম প্রতিদ্বন্দ্বী নাপোলির ম্যানেজার ছিলেন তিনি।