কোপার মাঠ নিয়ে অসন্তুষ্ট মেসি
বাঁচা-মরার লড়াইয়ে কাতারকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। পোর্তো আলেগ্রেতে সেই ম্যাচে জিতলেও মাঠের অবস্থা মন ভরাতে পারেনি আর্জেন্টিনার। ম্যাচের পর লিওনেল মেসি জানিয়েছেন, শুধু পোর্তো আলেগ্রে নয়, এবারের কোপার সব মাঠের অবস্থাই খুব খারাপ।
কাতারের বিপক্ষে ম্যাচে গোলের সুযোগ এসেছিল মেসির সামনেও। তবে মেসির পায়ে বল আসার একটু আগেই হুট করেই বাউন্স খায় বল। এতেই শটের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি মেসি। তার সেই শট বারপোস্টের ওপর দিয়েই চলে যায়।
ব্রাজিলে এবার ছয়টি স্টেডিয়ামে কোপার খেলা হচ্ছে। এর মাঝে আর্জেন্টিনার খেলা হয়েছে যে কয়টি মাঠে, সবকয়টি নিয়েই অসন্তুষ্ট মেসি, ‘বল খুব বেশি বাউন্স করে মাঠে। আমরা যে মাঠেই খেলেছি, সবগুলোর একই হাল। এমন মাঠে ফুটবল খেলা খুবই কঠিন হয়ে যায়।’
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আগেও একবার মাঠ নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছিলেন। কাতারের সাথে জয়ের পর আবার মাঠের সমালোচনা করলেন তিনি, ‘আমি যখন মাঠ নিয়ে কথা বলেছিলাম সবাই হেসেই উড়িয়ে দিয়েছিল। সবাই বলেছিল আমি হারের পর অজুহাত দেখাচ্ছি। কিন্তু সত্যি বলতে এরকম মাঠে খেলা সম্ভব না।’
মেসি-স্কালোনির মতো মাঠ নিয়ে আপত্তি আছে উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজেরও। তবে মাঠের সাথে মানিয়ে নেওয়ার কথাই বলছেন তিনি, ‘মাঠগুলোর অবস্থা ভালো না। টিভিতে মারাকানার অবস্থা আরও খারাপ দেখেছি। কিন্তু এই অবস্থার সাথে আমাদের মানিয়ে নিতে হবে।’
ব্রাজিল কোচ তিতে অবশ্য ঘরের মাঠের প্রশংসাই করছেন, ‘সাও পাওলোর স্টেডিয়ামটা দারুণ, মরুমবি স্টেডিয়ামও। এখানে খেলার গতি অনেক বেড়ে যায়। দারুণ সব পাস দেওয়া যায়। মাঠ ভালো থাকলে খেলাও ভালো হয়।’
২৮ জুন ফন্টে নোভা অ্যারেনাতে ভেনেজুয়েলার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা।