'এখনো ৪-৫ দলের বিশ্বকাপ জেতার সুযোগ আছে'
অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে গতকালই। বাকি তিনটি স্থানের একটি আজ নিতে পারে নিউজিল্যান্ড, পাকিস্তানকে হারালেই সেমি নিশ্চিত হবে কিউইদের। সেমির জন্য এখনো লড়াইয়ে আছে ভারত, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মলেনে নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলর মনে করেন, শিরোপা উঁচিয়ে ধরার দৌড়ে আছে চার থেকে পাঁচটি দল।
কে জিতবে বিশ্বকাপ? টুর্নামেন্ট শুরুর আগে প্রায় সবার মুখেই ছিল এক কথা, ইংল্যান্ডই এবারের ফেভারিট। তবে সেই ইংল্যান্ডই এখন আছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায়। অন্যদিকে অস্ট্রেলিয়া এরই মাঝে নিশ্চিত করেছে সেমি, নিউজিল্যান্ডও আজ শীর্ষ চার নিশ্চিত করতে পারে। ভারত এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি। সাকিব আল হাসানের অলরাউন্ড জাদুতে বাংলাদেশও আছে সেমির লড়াইয়ে। শুরুর হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান, শ্রীলংকাও।
টেলর মনে করেন, বিশ্বকাপের শিরোপা জেতার সুযোগ আছে বেশ কয়েকটি দলের, ‘আমাদের প্রথম লক্ষ্য সেমিতে ওঠা, সেটা গ্রুপে প্রথম হয়ে হোক কিংবা চতুর্থ। যত বিশ্বকাপ খেলেছি, এটাই তাদের মাঝে সবচেয়ে কঠিন। আমি বিশ্বাস করি এখনো ৪-৫ দলের বিশ্বকাপ জেতার সুযোগ আছে। সেমিফাইনালে যেতে পারলে শিরোপা জেতার জন্য মাত্র দুটি ম্যাচ জিততে হবে।’
এখন পর্যন্ত পাঁচ ম্যাচে টেলর করেছেন ২০০ রান, গড় ৫০, আছে দুটি ফিফটিও। কেন উলিয়ামসনের পর কিউইদের হয়ে সবচেয়ে বেশি রান টেলরের। টেলর অবশ্য নিজের ব্যাটিং নিয়ে খুব একটা খুশি নন, ‘লেগ সাইডে মারতে গিয়ে আউট হওয়াটা খুবই হতাশার। এই বিশ্বকাপে পাঁচবারের মাঝে তিনবারই এমনটা হয়েছে। আসলে এভাবে আউট না হওয়ার জন্য ভাগ্য লাগে। যেহেতে আমার ব্যাটে বল আসছে, তাই এটা নিয়ে খুব বেশি ভাবছি না। দলের জয়ে যতটা সম্ভব ভূমিকা রাখতে চাই।’
আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে জয়টা এসেছিল ২ উইকেটে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা জিতেছে ৪ উইকেটে। এখন পর্যন্ত একটি ম্যাচও না হারা নিউজিল্যান্ড জয়ের ব্যবধান নিয়ে ভাবে না, জানালেন টেলর, ‘আমরা বিশ্বকাপে ‘নিখুঁত’ ক্রিকেট খেলিনি। নিখুঁত ক্রিকেট না খেলেও ম্যাচ জেতায় অনেক কথা হতে পারে, কিন্তু দিনশেষে জেতাটাই আসল বিষয়।’