অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন গেইল
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিস গেইল। এ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান বলেছিলেন, বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে সরে যাবেন তিনি। তবে এখন বলছেন, শুধু ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন তাই নয়, প্রত্যাবর্তন করতে চান তিনি টেস্ট ক্রিকেটেও।
১৯৯৯ সালে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। ২০০৩ বিশ্বকাপে খেলা দুজন ক্রিকেটার যারা এ বিশ্বকাপে খেলছেন, তাদের একজন গেইল। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তিনি ইঙ্গিত দিয়েছিলেন অবসরের, “হ্যাঁ, আমি বিশ্বকাপের পর সীমা টানতে চাই। নিশ্চিতভাবেই, ৫০-ওভারের ম্যাচে বিশ্বকাপেই আমার শেষ। তরুণরা মজা করছে, এমন দেখতে চাই। স্ট্যান্ডে বসে আমি তাদের দেখব।”
তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে গেইলের কথায় শোনা গেছে ভিন্ন সুর, এরপরের পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন, “হয়তো সামনে ভারতের বিপক্ষে একটা টেস্ট ম্যাচ খেলব। অবশ্যই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলব। তবে টি-টোয়েন্টি খেলব না। বিশ্বকাপের পর এটিই আমার পরিকল্পনা।”
বিশ্বকাপের পর আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের। ৩৯ বছর বয়সী গেইল তার ১০৩ টেস্টের শেষটি খেলেছেন ২০১৪ সালে।