• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    শেষ মুহূর্তে আবারও বিতর্কিত পরিবর্তন আফগানিস্তানে

    শেষ মুহূর্তে আবারও বিতর্কিত পরিবর্তন আফগানিস্তানে    

    মোহাম্মদ শাহজাদকে দেশে পাঠানো নিয়ে এমনিতেই তোলপাড় কম হয়নি। এবার নতুন বিতর্কের জন্ম দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মাত্র দুই ম্যাচ বাকি থাকতে আফতাব আলমকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে তারা। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার সৈয়দ শিরজাদ। 

    কেন আফতাব আলমকে বাদ দেওয়া হয়েছে, আইসিসির বার্তায় সেটা পরিষ্কার করে বলা হয়নি। লেখা হয়েছে, 'ব্যতিক্রমী পরিস্থিতির' কারণে আফতাবকে বাদ দেওয়া হয়েছে। তবে আফগান বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, শৃঙ্খলাজনিত কারণে আফতাবকে ফেরত পাঠানো হচ্ছে। এই বিশ্বকাপে তিন ম্যাচ খেলেছেন আফতাব, নিয়েছেন চার উইকেট। আফগানিস্তান অবশ্য এর মধ্যে সাতটি ম্যাচ হেরেছে টানা, সেমির আশাও শেষ। সামনে তাদের দুইটি ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। 

    আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত একটি মাত্র ওয়ানডেতে ছিলেন শিরজাদ, তবে বল করার সুযোগ পাননি। গত বছর আফগান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট ছিল তার। বিপিএলে রাজশাহী কিংসের স্কোয়াডেও ছিলেন, তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।