• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ভ্যান ডি বিককে কিনছে রিয়াল, জুভেন্টাসে যাচ্ছেন পগবা?

    ভ্যান ডি বিককে কিনছে রিয়াল, জুভেন্টাসে যাচ্ছেন পগবা?    

    ভ্যান ডি বিককে চায় রিয়াল?

    ২০১৮-১৯ মৌসুমে আয়াক্সের হয়ে নজর কেড়েছিলেন তিনি, জায়গা পাকা করেছিলেন নেদারল্যান্ডস জাতীয় দলেও। ২০১৯-২০ মৌসুমের আগে একজন মিডফিল্ডারকে দলে নিতে চান রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান। পল পগবা, ক্রিশ্চিয়ান এরিকসেনদের নাম শোনা গেলেও মার্কা জানিয়েছে, আয়াক্সের ডাচ মিডফিল্ডার ডনি ভ্যান ডি বিককে দলে নিতে চায় রিয়াল।

    বিবিসি জানিয়েছে, পগবাকে দলে নিতে নিজেদের ট্রান্সফার রেকর্ড ভাঙ্গতে হত রিয়ালকে, আর এরিকসেনকে কোনওভাবেই ছাড়তে রাজি নয় টটেনহাম হটস্পার। সব মিলিয়ে তাই ভ্যান ডি বিককে চাচ্ছে রিয়াল। মার্কা জানিয়েছে, ডাচ মিডফিল্ডারের জন্য ৫০-৬০ মিলিয়ন ইউরো চাচ্ছে আয়াক্স। এরিকসেন, পগবার প্রায় অর্ধেকেরও কম দামে ভ্যান ডি বিককে দলে নিতে ইচ্ছুক রিয়াল, জানিয়েছে এএস।

    পগবার জন্য অ্যাডিডাসের সাহায্য চাইছে জুভেন্টাস?

    গত মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নিতে নিজেদের ট্রান্সফার রেকর্ড ভেঙ্গেছিল জুভেন্টাস। এই মৌসুমে মাথিয়াস ডি লিটকে দলে নেওয়ার দৌঁড়েও এগিয়ে আছে তারা। মাঝমাঠ নিয়ে বেশ ভুগতে হয়েছে জুভেন্টাসকে। সেজন্য ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবাকে দলে নিতে চায় তারা। নিজেদের স্পন্সর অ্যাডিডাসের থেকে সাহায্য চেয়েছে জুভেন্টাস- জানিয়েছে স্কাই ইতালিয়া।

    তুরিনের বুড়িদের সাথে ৮ বছরের প্রায় ৪৫০ মিলিয়ন ইউরোর চুক্তি আছে অ্যাডিডাসের। পগবার নিজেরও চুক্তি আছে অ্যাডিডাসের সাথে। ফ্রেঞ্চ মিডফিল্ডার জুভেন্টাসে আসলে দু'দিক থেকে লাভ হবে অ্যাডিডাসের। সেজন্যই পগবার ট্রান্সফারের জন্য অ্যাডিডাসের থেকে আর্থিক সাহায্য চেয়েছে জুভেন্টাস।

     

     

    পিএসজিতে যাচ্ছেন ডনারুমা?

    জিয়ানলুইজি বুফন ক্লাব ছেড়ে দেওয়ায় নতুন মৌসুমের আগে গোলরক্ষক দলে নিতে উঠেপড়ে লেগেছে প্যারিস সেইন্ট জার্মেই। ডেভিড ডি গেয়াকে নেওয়ার কথা থাকলেও এখন শোনা যাচ্ছে এসি মিলনা গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমার নাম। ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান গোলরক্ষককে ফ্রান্সে আনতে চায় পিএসজি।

    ডনারুমার এসি মিলান ছাড়ার গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। পিএসজিতে যোগ দেওয়ার মৌখিক সম্মতিও জানিয়েছেন তিনি, জানিয়েছে লেকিপ। এবার হয়তো ঠিকই ইতালি ছাড়ছেন তিনি।

    ইউনাইটেডেই যাচ্ছেন ফার্নান্দেজ?

    স্পোর্টিং লিসবনের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা থাকলেও ইউনাইটেডেই যাচ্ছেন তিনি, জানিয়েছিল স্কাই স্পোর্টস। এই সপ্তাহেই ফার্নান্দেজ এবং তার এজেন্টের সাথে দেখা করবে ইউনাইটেড। খুব সম্ভবত আগামী সপ্তাহেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা প্রবল।

    গত মৌসুমের ব্যর্থতার পর এবার দল গোছাতে ব্যস্ত ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের উইংব্যাক অ্যারন ওয়ান-বিসাকাকে দলে নেওয়া এখন সময়ের ব্যাপার। পগবার ক্লাব ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে বেশ। পগবার বদলি হিসেবেই ফার্নান্দেজকে দলে আনতে চাচ্ছে ইউনাইটেড। মাঝমাঠে খেলেও গত মৌসুমে ৩২ গোল করেছিলেন তিনি। সেজ্যই ইউরোপের সেরা দলগুলো উঠেপড়ে লেগেছে তাকে দলে নিতে। তবে শেষ পর্যন্ত হয়তো সে রেসে জয়ী হচ্ছে ইউনাইটেডই।