ইউরোপে এক মৌসুমের জন্য নিষিদ্ধ মিলান
এফএফপির নিয়ম ভঙ্গের কারণে ইউরোপা লিগ থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এসি মিলানকে। কোর্ট অফ আর্বিট্রেশন স্পোর্টসে গত বছর পার পেয়ে গেলেও, এবার তারাই ২০১৯-২০ মৌসুমে মিলানের ইউরোপা খেলার নিষেধাজ্ঞা জারি করেছে। সাত বারের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা তাই এবার ইউরোপের কোনো টুর্নামেন্টেই অংশ নিতে পারছে না।
গত বছরও একইরকম খড়্গে পড়েছিল মিলান। ইউয়েফা দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল মিলানকে। ২০১৬-২০১৮ সালের মধ্যে আয়ের চেয়ে খেলোয়াড়দের পেছনে অতিরিক্ত ব্যয়ের খেসারত দিতে হচ্ছে মিলানকে। পরে সিএসে আপিল করে মুক্তি মিলেছিল তাদের। কিন্ত এক বছর পর আবার নতুন করে সেটার পুনরাবৃত্তি করা হয়নি মিলানের। এবার আর কোনো সুযোগ থাকছে না তাদের সামনে। গতবার সিরি আতে পঞ্চম হয়ে শেষ করেছিল রোসোনেরিরা। তাদের জায়গায় তোরিনো খেলতে পারে ইউরোপা লিগে।