আর্জেন্টিনা জিতলেও নিজের খেলায় খুশি নন মেসি
ভেনেজুয়েলার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা, সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। দল জিতলেও টুর্নামেন্টের আগের তিন ম্যাচের মতো এবারও নিজের ছায়া হয়ে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসি নিজেই স্বীকার করেছেন, দলের সেমিতে যাওয়ায় উচ্ছ্বসিত হলেও নিজের খেলা নিয়ে খুবই হতাশ তিনি।
কোপার এবারের আসরে চার ম্যাচে মেসির গোল একটি। ভেনেজুয়েলার বিপক্ষে নিজের সেরা খেলার ধারেকাছেও ছিলেন না তিনি। সেমিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল। সেই ম্যাচের আগে নিজের ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় মেসি, ‘সত্যিটা হচ্ছে আমি এই কোপায় নিজের সেরা খেলাটা খেলতে পারিনি। এরকম অবশ্য ফুটবলে হয়। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দল জিতেছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। আশা করি কোপাতে আমাদের যাত্রাটা অব্যাহত থাকবে। আমরা যদি ভালো ফলাফল আনতে চাই তাহলে দলের তিন ফরোয়ার্ডকে অন্যদের সাহায্য করতে হবে। সেমিফাইনালে উঠতে পেরে দারুণ খুশি আমরা। ব্রাজিল খুব কঠিন প্রতিপক্ষ, তাদের দারুণ কিছু ফুটবলার আছে। স্বাগতিক হিসেবেও তারা অনেক শক্তিশালী।’
কাতারের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর এবারের কোপার মাঠগুলো নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষকে ম্যাচের পর মাঠ নিয়ে আবারো ক্ষোভ ঝাড়লেন তিনি, ‘দুঃখজনক হলেও এবারের মাঠগুলোর হাল খুবই খারাপ। মাঝে মাঝে তো খেলাই কঠিন হয়ে যায়। কোপা আমেরিকা এরকম মাঠে হচ্ছে, এটা লজ্জাজনক ব্যাপার। বল খুব বেশি বাউন্স করে, আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। এরকম টুর্নামেন্টে মাঠ এমন হওয়া উচিত যেন পাস দেওয়াতে কোন সমস্যা না হয়।’
এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, মাঠে পারফর্ম না করলেও দলে তার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, ‘মেসি দলে যে প্রভাব ফেলে সেটা খুবই জরুরি। ড্রেসিংরুমে সে সবাইকে কীভাবে অনুপ্রাণিত করে, সেটা দেখলে কেউ তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলত না। মেসি তো মেসিই, সে বিশ্বসেরা।’