জাতীয় সঙ্গীত গেয়ে সবার ভুল ভাঙ্গালেন মেসি
লিওনেল মেসির প্রতি আর্জেন্টিনার বহু মানুষের বিদ্বেষের কথাটা কারো অজানা নয়। অনেকে এটাও বলতেন, মেসি আর্জেন্টিনার হয়ে খেলতে নামার সময় জাতীয় সঙ্গীতও গান না! তাদের সেই ‘ভুল’ ধারণাটা এবার ভেঙে দিলেন মেসি নিজেই। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে তাকে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেছে।
মেসি জাতীয় সঙ্গীত গান না, এই অভিযোগ ছিল অনেক আগে থেকেই। সেই আগুনে ঘি ঢেলেছিল এবারের কোপার এক মাস্কট। কাতারের বিপক্ষে ম্যাচের পর টমাস চাভেজ নামের এক মাস্কট জানিয়েছিল, মেসি জাতীয় সঙ্গীতের সময় গলা মেলান না, ‘মেসির কাছে দাঁড়ানোর সুযোগ পেয়ে অবিশ্বাস্য এক অনুভূতি হয়েছে। জাতীয় সঙ্গীতের সময় সে মুখ বন্ধ রাখে। সে উচ্চারণ করে না গাইলেও গুনগুন করে অবশ্য গাইতে পারে, আমি কিছুটা শুনছি!’
মাস্কটের অমন মন্তব্যে আবার নতুন করে বিতর্কটা উঠেছিল মেসিকে নিয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে গত রাতের ম্যাচের আগে অবশ্য দেখা গেছে পুরোপুরি ভিন্ন চিত্র। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত যখন ছাড়া হয়, তখন অন্যদের মতো উচ্চারণ করেই গাইছিলেন মেসি।
মেসির জাতীয় সঙ্গীত গাওয়াতে নিন্দুকের মুখে একটু ছাই তো পড়লই বটে!