• " />

     

    বাছাইপর্বে পাকিস্তানকে হারিয়ে আরও একবার বিশ্ব ব্রিজ টুর্নামেন্টের মূল পর্বে বাংলাদেশ

    বাছাইপর্বে পাকিস্তানকে হারিয়ে আরও একবার বিশ্ব ব্রিজ টুর্নামেন্টের মূল পর্বে বাংলাদেশ    

    গত আসরে প্রথমবারের মতো বিশ্ব ব্রিজ টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের ব্রিজ দল সেটা করল আরও একবার। বাছাইপর্বের সেমিফাইনালে পাকিস্তানকে ১৩৮-১৩৫ পয়েন্টে হারিয়ে বিশ্ব ব্রিজ টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। 

    গতকাল জর্ডানে পাকিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সেই দলে ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাঙ্কের কর্মকর্তা এএইচএম কামরুজ্জামান সোহাগ, মার্কেন্টাইল ব্যাঙ্কের কর্মকর্তা মশিউর রহমান। দলের অন্য তিন সদস্য ছিলেন শাহ জিয়াউল হক, রাশেদুল হাসান ও মনিরুল ইসলাম। পারিবারিক কারণে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য আসিফুর রহমান চৌধুরী। 

    পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চার রাউন্ডের শেষ সেশনে পিছিয়ে ছিল বাংলাদেশ দল। সোহাগ ও মশিউরই এক প্রান্তে খেলে গেছেন বেশিরভাগ সময়জুড়ে। অন্য সাইডে জুটি বেধে খেলেছেন জিয়া-রাশেদুল। শেষ পর্যন্ত অল্প ব্যবধানের জয় নিয়েই পরের রাউন্ডে ওঠে বাংলাদেশ। 

    পাকিস্তানকে হারানোর পর বলেছেন, বাংলাদেশের ব্রিজ দিন দিন এগিয়েই যাচ্ছে, ‘এরকম ফলাফলই প্রমাণ করে আমাদের দেশে ব্রিজ খেলাটা এগিয়ে যাচ্ছে। যদিও এটায় আমরা খুব বেশি সহযোগিতা পাই না। আমরা ব্রিজের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারব, দেশের জন্য সম্মান বয়ে আনতে পারব, এটাই আমাদের আশা।’