'এখনো অস্ট্রেলিয়ার সেরাটা দেখেনি প্রতিপক্ষ'
বিশ্বকাপজুড়েই তাঁর বলে আগুন ঝরেছে, সেই আগুনে কাল পুড়ে ছারখার নিউজিল্যান্ডও। মিচেল স্টার্ক কাল একাই গুড়িয়ে দিয়েছেন কিউই ব্যাটিং লাইনআপ, অল্প পুঁজি নিয়েও তাই ৮৬ রানের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার পর সংবাদ সম্মেলনে স্টার্ক বলছেন, এখনও তাঁর ও অস্ট্রেলিয়ার সেরাটা দেওয়া বাকি আছে এই বিশ্বকাপে।
২৬ রান দিয়ে কাল স্টার্ক নিয়েছেন পাঁচ উইকেট। বিশ্বকাপে এটি তার তৃতীয় পাঁচ উইকেট শিকার, এর আগে যা কোন বোলার করতে পারেননি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত স্টার্ক নিয়েছেন ২৪ উইকেট। ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি। প্রথম দল হিসেবে এরই মাঝে অস্ট্রেলিয়াও উঠে গেছে সেমিতে।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও স্টার্ক বলছেন, এখনো প্রতিপক্ষ তাদের সেরাটা দেখেনি, ‘আমরা এখনো নিখুঁত পারফরম্যান্স দেখাতে পারিনি, সেরা খেলাটাও এখনো বাকি। আমরা মাঠে কী করতে পারি সেটার ঝলক দেখা গেছে শুধু। তবে উন্নতির আরও জায়গা আছে। সেমিতে আমরা নিজেদের সেরা খেলাটা খেলে ফাইনালে যেতে চাই, ফাইনালে তার চেয়েও ভালো খেলতে চাই। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা দারুণ, কিন্তু এটা তো বিশ্বকাপ জেতা নয়।’
বিশ্বকাপে সব মিলিয়ে স্টার্কে উইকেট ৪৬। তার চেয়ে বেশি উইকেট আছে আর মাত্র পাঁচজনের। এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার। ২০০৭ বিশ্বকাপে ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। আর মাত্র তিন উইকেট নিলেই ম্যাকগ্রাকে টপকে রেকর্ডটি নিজের করে নেবেন স্টার্ক।
স্টার্ক অবশ্য ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবছেন না, ‘বিশ্বকাপ না জিতলে ব্যক্তিগত রেকর্ডের কোন মানেই নেই। এই দলটার জয়ে ভূমিকা রাখতে পেরেই আমি খুশি। আমাদের জয়ে অন্যতম বড় ভূমিকা অধিনায়ক ফিঞ্চেরই। সে অসাধারণ একজন অধিনায়ক, খুবই ঠান্ডা মাথায় সবকিছু সামলায়। যখন আমাদের খারাপ সময় যাচ্ছে, তখন সে মাথা ঠান্ডা রাখে। তার এমন আচরণেই বোলার ও ফিল্ডাররা ভরসা পায়।’