• কোপা আমেরিকা
  • " />

     

    সুয়ারেজকে নেইমারের সান্ত্বনা

    সুয়ারেজকে নেইমারের সান্ত্বনা    

    লুইস সুয়ারেজ নিজেকে একটু বেশিই দুর্ভাগা ভাবতে পারেন। নির্ধারিত সময়ে পেরুর জালে তিনবার বল জড়িয়েছিল উরুগুয়ে, তিনবারই অবশ্য অফসাইডের কারণে গোল বাতিল হয়েছে। সেই তিন গোলেই ছিল সুয়ারেজের ভূমিকা। পুরো ম্যাচেই উরুগুয়ের ‘হিরো’ টাইব্রেকারে এসে হয়ে গেলেন ‘ভিলেন’। সুয়ারেজের পেনাল্টি মিসেই পেরুর কাছে হেরে কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। উরুগুয়ের এমন হারের পর কাঁদতে কাঁদতেই মাঠ ছেড়েছেন সুয়ারেজ। উরুগুয়ের হারের পর সুয়ারেজকে সান্ত্বনা জানিয়েছেন তার সাবেক বার্সা সতীর্থ নেইমার।


    কোপার জন্য পুরোপুরি ফিট হতে গত মাসে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন সুয়ারেজ। কোপার প্রথম তিন ম্যাচে সুয়ায়রেজ করেছিলেন দুই গোল। পেরুর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পুরো ৯০ মিনিটই প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছেন তিনি। ভিএআরের কারণে উরুগুয়ের তিন গোল বাতিল হলে ম্যাচে গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম পেনাল্টি নিতে এসেই মিস করেন সুয়ারেজ। তার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়েছেন পেরু গোলরক্ষক পেদ্রো গালিসি। শেষ পর্যন্ত দুই দলের বাকি সবাই পেনাল্টি থেকে গোল করলে ৫-৪ ব্যবধানে সেমিতে পৌঁছে যায় পেরু। 

    উরুগুয়ের বিদায়ের পর কান্নায় ভেঙে পড়েন সুয়ারেজ। পেনাল্টিটা মিস না করলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। নেইমার তার ইন্সটাগ্রাম পোস্টে সুয়ারেজের মাঠে বসে কান্নার ভিডিও দিয়ে লিখেছেন, এই হারের হতাশা ভুলে এগিয়ে যেতে হবে তাকে, ‘তুমি দারুণ একজন ফুটবলার। উঠে দাঁড়াও বন্ধু।’ 

    সুয়ারেজের সতীর্থ এডিসন কাভানিও সুয়ারেজের জন্য কষ্ট পাচ্ছেন, ‘সে খুবই কষ্ট পাচ্ছিল, আমরা সবাই পাচ্ছিলাম। খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে সে পেনাল্টি মিস করেছে। কিন্তু এটাই ফুটবল, এটাই জীবন। কখনো আপনি জিতবেন, কখনো হারবেন। আমরা এর আগেও কোপার শিরোপা জিতেছি, এবার এই বিদায়টা মেনে নিতে হবে।’