এই মেসিকেও ভয় থিয়াগো সিলভার
কোপা আমেরিকায় এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে লিওনেল মেসি গোল করেছেন একটি। গোলের হিসাব বাদ দিলেও মাঠের খেলাতেও নিজেকে হারিয়ে খুঁজছেন আর্জেন্টিনা অধিনায়ক। নিজেও সেটা স্বীকার করেছেন।মেসি মেসির মতো খেলতে না পারলেও আর্জেন্টিনা উঠে গেছে কোপার সেমিফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল।
ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভা অবশ্য এই মেসিকে নিয়েও চিন্তিত। তার মতে মেসিই তার দেখা সেরা ফুটবলার। তাই যে কোনো মুহুর্তেই মেসি খেলা বদলে দিতে পারেন বলে মনে করেন সিলভা, "আমার মতে মেসি ইতিহাসের সেরা ফুটবলার। অন্তত আমি যাদের দেখেছি তার মধ্যে সেই সেরা। কিন্তু এখন ব্রাজিল-আর্জেন্টিনা খেলা। মেসির জন্য প্রশংসা অন্য ম্যাচের জন্য তোলা থাকুক।"
ব্রাজিলও এবারের কোপায় প্রত্যাশামতো খেলতে পারেনি এখনও। গোলের জন্য ধুঁকছে তারা। প্যারাগুয়েকে কোয়ার্টার ফাইনালে হারাতেও টাইব্রেকার দরকার হয়েছিল সেলেসাওদের। আর আর্জেন্টিনা টানা দুই জয়ে আত্মবিশ্বাস কিছুটা ফিরে পেলেও, দলগত দিক দিয়ে আর্জেন্টিনার অবস্থা বেশ নড়বড়েই। প্রতি ম্যাচেই ধুঁকতে হচ্ছে তাদের। কিন্তু সিলভা মনে করেন মেসি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন যে কোনো মুহুর্তে, "জাতীয় দলেই হোক বা চ্যাম্পিয়নস লিগেই হোক, সবসময়ই ওর বিপক্ষেখেলা কঠিন। আপনি ওকে ঠেকাতে যতই প্রস্তুতি নিন না কেন, ওর দক্ষতা আর খেলা ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য বুঝে ওঠা যায় না।"
"মাঝে মধ্যে ও টুপির নিচ থেকে এমন সব ম্যাজিক বের করে যেটা ধারণাও করা যায় না। এটাই পার্থক্য। সেন্টার ব্যাক হিসেবে তাকে নিয়ে সবরকম প্রস্ততি নিতে হয়। আপনি জানেন সে আপনাকে বাম দিকে টানবে, আবার আপনি এটাও জানেন কখনও কখনও ডানদিক দিয়েও ঢোকার চেষ্টা করবে।"