• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    এখনও যেভাবে শেষ চারে যেতে পারে বাংলাদেশ

    এখনও যেভাবে শেষ চারে যেতে পারে বাংলাদেশ    

     

    বাংলাদেশের সম্ভাবনাটা নিজেদের হাতে রাখতে হলে ইংল্যান্ডের সঙ্গে জিততে হতো ভারতকে। কিন্তু সেটা হয়নি, ভারত ম্যাচটা হেরে বাংলাদেশের কাজটা আরও কঠিন করে দিয়েছে। তবে কাগজে কলমে এখনো বেঁচে আছে আশা। এই মুহূর্তে ইংল্যান্ডের পয়েন্ট ১০, তাদের একটি ম্যাচ বাকি নিউজিল্যান্ডের সঙ্গে। বাংলাদেশের পয়েন্ট ৭, দুইটি ম্যাচ বাকি ভারত ও পাকিস্তানের সঙ্গে। আর পাকিস্তানের পয়েন্ট ৯, ম্যাচ বাকি বাংলাদেশের সঙ্গে। তবে সেমিফাইনাল যাওয়া নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ও ভারতও। বাংলাদেশ ছাড়াও শ্রীলংকার সঙ্গে একটি ম্যাচ বাকি ভারতের। দুইটি ম্যাচ হারলেও নেট রানের জন্য তাদের শেষ চারে যাওয়া প্রায় নিশ্চিত। তবে অন্য চার দলের হিসেবটা এখনও বাকি।

     

    তার আগে সেমিতে ওঠার জন্য বাংলাদেশের পূর্বশর্ত- ভারত ও পাকিস্তানের সঙ্গে ম্যাচটা জিততেই হবে। যদি সেটা হয়, এরপর হতে পারে দুই রকম পরিস্থিতিঃ 

     

    যদি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে নিউজিল্যান্ড জেতে

    নিউজিলান্ডের পয়েন্ট এই মুহূর্তে ১১, ইংল্যান্ডকে হারালে তারা উঠে যাবে শেষ চারে। তখন ইংল্যান্ডের পয়েন্ট থাকবে ১০। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তানকে বাংলাদেশ হারালে তাদের পয়েন্ট হয়ে যাবে ১১, চলে যাবে সেমিতে। অন্য কোনো সমীকরণের ধার ধারতে হবে না।

     

    যদি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে ইংল্যান্ড জেতে

    ইংল্যান্ড জিতলে ১২ পয়েন্ট নিয়ে তারা চলে যাবে শেষ চারে। সেক্ষেত্রে বাংলাদেশ দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে নিউজিল্যান্ডের সমান ১১। এই মুহূর্তে নেট রান রেটের যা অবস্থা, তাতে নিউজিল্যান্ডের রান রেট ০.৫৭২। আর বাংলাদেশের -০.১৩৩। বাংলাদেশ দুই ম্যাচ জিতলে নেগেটিভ থেকে পজেটিভে চলে আসার কথা। তবে এর মধ্যে একটি ম্যাচে যদি বড় ব্যবধানে জেতে তাহলে অনেকটাই বেড়ে যাবে। ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে ১০০-১৫০ রান বা ৭-৮ উইকেটে বেশ কিছু ওভার হাতে রেখে হারায় তাহলে তাদের রান রেটও কমবে। তখন বাংলাদেশ নিউজিল্যান্ডকে টপকে গেলেও যেতে পারে।

    এছাড়া ভারত যদি শ্রীলংকার কাছেও হেরে যায় তাহলে তিন দলের পয়েন্ট হবে সমান ১১। তবে ভারত পরের দুই ম্যাচ খুব বড় ব্যবধানে না হারলে তাদের রান রেট বাংলাদেশ ও নিউজিল্যান্ডের চেয়ে বেশি থাকার কথা। মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশের টিমটিমে সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচ জিততেই হবে।