'ব্রাজিলের রক্ষণ ভাঙতে ঘাম ছুটে যাবে মেসি-আগুয়েরোর'
কোপাতে এখন পর্যন্ত নিজের সেরাটা দিতে পারেননি লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে মেসি নিষ্প্রভ থাকলেও গোল করে আর্জেন্টিনা উঠে গেছে সেমিফাইনালে। মেসি- আগুয়েরো জুটিই ব্রাজিলের রক্ষণভাগের মূল দুশ্চিন্তার কারণ। কোপার হাই ভোল্টেজ ব্রাজিল-আর্জেন্টিনা সেমির আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস বলেছেন, তাদের রক্ষণভাগ ভেদ করতে মেসি-আগুয়েরোর ঘাম ছুটে যাবে।
চার ম্যাচে মেসির গোল একটি, আগুয়েরোর দুটি। কোপার সেমিতে এই দুইজনের দিকেই তাকিয়ে থাকবে আর্জেন্টিনা। এই কোপাতে চার ম্যাচ খেলে নির্ধারিত সময়ে এখনো গোল হজম করেনি ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনার জালে প্রতিপক্ষ বল জড়িয়েছে তিনবার।
হেসুস জানালেন, সিলভা-আলভেজরা বিন্দুমাত্র ছাড় দেবেন না মেসিদের, ‘মেসিদের মুখোমুখি হওয়াটা বরাবরই কঠিন। মেসি বিশ্বের অন্যতম এরা ফুটবলার, আগুয়েরোও দারুণ ফর্মে আছে। তবে আমাদের রক্ষণ ভেদ করতে তাদের ঘাম ছুটে যাবে। আমরা অনেকটা সময় ধরেই গোল খাইনি। রক্ষণভাগ শক্তিশালী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যে রক্ষণভাগ সহজে গোল হজম করে না তাদের বিপক্ষে গোল করা কখনোই সহজ কাজ না। তাদের রক্ষণভাগ চিড়ে গোল করাটাও অবশ্য সহজ হবে না।’
আর্জেন্টিনা কোপা জিতেছেন ১৪ বার, ব্রাজিল আটবার; ১৫ শিরোপা জিতে শীর্ষে আছে উরুগুয়ে। আরেকটি কোপা জিততে হলে ব্রাজিলকে আর্জেন্টিনা বাধা পেরোতে হবে। একে তো প্রতিপক্ষ আর্জেন্টিনা, তার ওপর খেলা ঘরের মাঠে। ব্রাজিলের ওপর চাপটা একটু বেশি থাকবে বলেই স্বীকার করলেন হেসুস, ‘কোপাতে সবচেয়ে বেশি শিরোপা উরুগুয়ের, এরপর আর্জেন্টিনার। দুই দেশেরই ইতিহাস অনেক সমৃদ্ধ। আমরা ঘরের মাঠে খেলছি এবার। ফাইনালে ওঠা ও শিরপার জেতার ক্ষেত্রে চাপটা আমাদের ওপরই বেশি। আর সুপার ক্লাসিকো হওয়াতে তো আরও বেশি।’