• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'স্মরণকালের সবচেয়ে জঘন্য প্রিমিয়ার লিগ চলছে'

    'স্মরণকালের সবচেয়ে জঘন্য প্রিমিয়ার লিগ চলছে'    

    খেলোয়াড়ি জীবনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৬টি প্রিমিয়ার লিগসহ জিতেছেন পনেরোটিরও বেশী শিরোপা। ক্লাব ক্যারিয়ারের পুরোটাই রিও ফার্দিনান্দ খেলেছেন ইংলিশ লিগে। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই সেন্টার ব্যাক মনে করছেন বিগত ১৫ বছরের মধ্যে এত জঘন্য প্রিমিয়ার লিগ আর হয় নি।

     

     

    কারণ হিসেবে সাবেক রেড ডেভিল ডিফেন্ডার দায়ী করছেন মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব আর খেলোয়াড়দের ফর্মে চরম অধারাবাহিকতাকে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো যখন বিশ্বসেরা ফুটবলারদের দলে ভেড়াচ্ছে তখন প্রিমিয়ার লিগের দলগুলো বিশ্বসেরাদের মধ্যে দ্বিতীয় সারির খেলোয়াড়দেরও আনতে পারছে না বলে অভিমত তাঁর -- “গত ১৫ বছর প্রিমিয়ার লিগের দলগুলো যেমন ছিল এবার তেমন ভালো মনে হচ্ছে না। এবারের মতো নিম্নমানের প্রিমিয়ার লিগ অনেক দিন দেখি নি। প্রথমত, বিশ্বসেরা খেলোয়াড়রা কেউ এখন আর প্রিমিয়ার লিগে খেলছে না। এমনকি বিশ্বসেরাদের দ্বিতীয় সারির কাউকেও প্রিমিয়ার লিগে দেখা যাচ্ছে না। এমনটা কি আগে কখনও হয়েছে?”

     

     

    চলতি প্রিমিয়ার লিগের একটা দলও অতীতের সেরা দলগুলোকে হারানোর সামর্থ্য রাখে না বলেই বিশ্বাস ফার্দিনান্দের, “এই লিগের কোন দল আমাদের ২০০৮ সালের ইউনাইটেড বা ‘৯৯ সালের ইউনাইটেডকে হারাতে পারবে না। মরিনহোর প্রথম চেলসি দলটার বিপক্ষেও তাঁরা জিততে পারবে না। ২০০৩-০৪ মৌসুমের অজেয় আর্সেনালের কাছেও এঁরা হারবে। এটাই বাস্তবতা।”