পেনাল্টি মিস করায় কলম্বিয়ার ফুটবলারকে মৃত্যুহুমকি
টাইব্রেকারে তখন ৪-৪ এ সমতা। কলম্বিয়ার হয়ে পেনাল্টি নিতে আসলেন উইলিয়াম টেসিলো। তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়, পরের শটে গোল করে চিলিকে সেমিতে নিয়ে যান অ্যালেক্সিস সানচেজ। এমন মিসে স্বভাবতই বেশ হতাশ ছিলেন টেসিলো, এর সাথে যোগ হয়েছে মৃত্যুহুমকিও! টেসিলো জানিয়েছেন, চিলির বিপক্ষে পেনাল্টি মিসের পর থেকেই তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
কলম্বিয়ার বিদায়ের পর টেসিলোর পেনাল্টি মিস নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সেই সমালোচনা কিছু জায়গায় রূপ নিয়েছিল হুমকিতেও। বেশ কয়েকটি মন্তব্য এসেছে এমন, ‘আন্দ্রেস এস্কোবারের সাথে যা হয়েছিল, তাঁর সাথেও যেন এমনটা হয়।’
কলম্বিয়ার পত্রিকা এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে টেসিলো জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি সরাসরি মৃত্যুহুমকি পেয়েছেন তাঁর স্ত্রী ড্যানিয়েলা মেজিয়া, ‘আমাদের মৃত্যুহুমকি পাওয়ার খবরটা সত্যি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার স্ত্রীর অ্যাকাউন্টে বেশ কয়েকটি হুমকি এসেছে, এটা আমার স্ত্রী প্রকাশও করেছে পরবর্তীতে। আমাকেও এসব বলা হয়েছিল, আমি সেগুলো প্রকাশ্যে বলিনি।’
ছেলের পরিবারকে দেওয়া মৃত্যুহুমকিতে খুব চিন্তার মাঝেই আছেন টেসিলোর বাবা, ‘এমন হুমকির পর আমরা শুধু প্রার্থনাই করতে পারি। সবাইকে এটা বুঝতে হবে যে ফুটবল শুধুই একটা খেলা। এখানে হার জিত থাকবেই।’
এস্কোবারকে তো মেরেই ফেলা হয়েছিল ১৯৯৪ বিশ্বকাপের পর। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও ঘটেছিল মৃত্যুহুমকির ঘটনা। ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করায় জীবননাশের হুমকি দেওয়া হয়েছিল কলম্বিয়ার মাতেয়াস উরিব ও কার্লোস বাকাকে। হুমকি পেয়েছিলেন কার্লোস সানচেজও। এদিকে কলম্বিয়ার পুলিশ জানিয়েছে, তাঁরা তদন্ত করে হুমকিদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছেন।