৫০০ রানের অভিজাত ক্লাবে সাকিব
বিশ্বকাপের এক আসরে ৪০০ রানই ছিল না বাংলাদেশের কারও। ভারতের বিপক্ষে সাকিব আল হাসানের সামনে হাতছানি দিচ্ছিল এক আসরে প্রথমবারের মতো ৫০০ রান। সেটিও হয়ে গেছে, ২৪ রান নিয়ে বিশ্বকাপের এক আসরে ১১তম ব্যাটসম্যান হিসেবে সেই কীর্তি হয়ে গেছে সাকিবের।
এখন পর্যন্ত বিশ্বকাপের এক আসরে ৫০০ রানের বেশি করেছেন ১০ জন ক্রিকেটার। এই আসরেই তিন জনের হয়ে গেছে সেই কীর্তি। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের পর আজ সেটা হয়ে গেছে রোহিত শর্মার। বিশ্বকাপের এক আসরে যে ৫০০ রান করা যায়, সেটা প্রথম বারের মতো দেখিয়েছিলেন শচীন টেন্ডুলকার, সেই ১৯৯৬ বিশ্বকাপে। ১৯৯৯ বিশ্বকাপে সেটা ছিল না কারও, এরপর ২০০৩ টেন্ডুলকার আবার করলেন তা। সেই আসরে টেন্ডুলকারের করা ৬৭৩ এখনো এক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড হয়ে আছে।
২০০৭ বিশ্বকাপে রিকি পন্টিং, ম্যাথু হেইডেন ও মাহেলা জয়াবর্ধনে করেছিলেন অন্তত ৫০০ রান। ২০১১ বিশ্বকাপে তিলকরত্নে দিলশানের পর ২০১৫ বিশ্বকাপে করেছিলেন মার্টিন গাপটিল ও কুমার সাঙ্গাকারা। আর এবার তো চতুর্থ ক্রিকেটার হিসেবে যোগ দিলেন সাকিব।
তার আগে বিশ্বকাপে ৪০০ রান ও ১০ উইকেটের কীর্তিই ছিল না কারও। আর ৫০০ রান ও ১০ রান উইকেটের ডাবল প্রথম যে সাকিবেরই হবে, সেটা তো না বললেও চলে। এই রেকর্ডে একজন অবশ্য খুব কাছাকাছি গিয়েছিলেন। ২০০৭ বিশ্বকাপে ৪৯৯ রান করার পাশাপাশি ৯ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার স্কট স্টাইরিস।