• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    ৫০০ রানের আশা ছাড়ছেন না পাকিস্তান অধিনায়ক

    ৫০০ রানের আশা ছাড়ছেন না পাকিস্তান অধিনায়ক    

    জিততে হলে পাকিস্তানকে যে সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে, সেটা আসলে অসম্ভব বললেও কম বলা হয়। ৩৫০ রান করলেও পাকিস্তানকে ৩১১ রানে হারাতে হবে বাংলাদেশকে। এমন সমীকরণের সামনেও অবশ্য বিশ্বাস হারাচ্ছেন না পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। বলেছেন, পরম করুণাময় সহায় হলে অলৌকিক কিছু হলেও হতে পারে।

     

    ম্যাচটা এক অর্থে শুধু আনুষ্ঠানিকতাই। কাগজে কলমে অবশ্য পাকিস্তানের সম্ভাবনা বেঁচে আছে। তবে ডুবন্ত লোক তো খড়কুটো ধরেও বেঁচে থাকে। সরফরাজ সেটিই করতে চাইলেন, ‘নেট রান রেটের ব্যবধান অনেক বেশি। তবে বাংলাদেশের বিপক্ষে আমরা ৫০০ রান করার চেষ্টা করব। ৫০০ রান করার সবরকম চেষ্টা করব। যদি আমাদের কপালে মিরাকল লেখা থাকে, তাহলে অবশ্যই সেটা হবে।’

    অবশ্য এর পর একটু বাস্তবতার জমিনে পা রেখেছেন সরফরাজ, ‘আমরা এখানে সব ম্যাচ জিততে এসেছিলাম। আমাদের শেষটা জয় দিয়েই করতে হবে। তবে একই সঙ্গে বাস্তবতাও বুঝতে হবে আমাদের। ৬০০, ৫০০ বা ৪০০ রান করার পর আপনার বিপক্ষ দলকে ৫০ রানে অলআউট করে ৩১৬ রানের মতো জিততে হবে, ব্যাপারটা অনেকটা এমন। বাস্তবতা হচ্ছে, আমরা শুধু চেষ্টাই করতে পারি। তার আগে আমাদের ম্যাচটা জিততে হবে।’

    এই বিশ্বকাপে ৩৪৮ রান করেছে পাকিস্তান, স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। নিজেদের ইতিহাসে সেটা তাদের সর্বোচ্চ। সরফরাজ স্বীকার করলেন, এখন রান করাও কঠিন হয়ে পড়ছে, ‘এখন বাস্তবতা হচ্ছে, টুর্নামেন্ট এখন ২৮০-৩০০ রানের হয়ে গেছে। পিচে স্পিন ধরছে, রান করাও কঠিন হয়ে যাচ্ছে। বল ব্যাটে ঠিকমতো আসছে না।’