• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'সেঞ্চুরি ক্লাবে' যেখানে অনন্য মোস্তাফিজ

    'সেঞ্চুরি ক্লাবে' যেখানে অনন্য মোস্তাফিজ    

    এক বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে উইকেটের কীর্তিটা ভেঙে ফেলেছিলেন আগের ম্যাচেই। আবদুর রাজ্জাকের ১৩ উইকেট ছাড়িয়ে পেয়ে গেছেন ভারতের বিপক্ষেই পেয়ে গিয়েছিলেন ১৫ উইকেট। আজ পেলেন আরও দুই উইকেট, ওয়ানডেতে ১০০ উইকেটও হয়ে গেল তার। ৫৪ ম্যাচেই সেটি হয়ে গেল, যেখানে তার চেয়ে এগিয়ে আছেন শুধু রশিদ খান, মিচেল স্টার্ক ও সাকলাইন মুশতাক। আর এশিয়ান পেসারদের মধ্যে মোস্তাফিজই সবার আগে পৌঁছালেন। 

    ১০০ উইকেটের বাংলাদেশের রেকর্ডটা যে ভেঙে দিচ্ছেন, সেটা অনেক আগেই নিশ্চিত ছিল। সেটা হয়ে গেল বিশ্বকাপেই, তাও আবার লর্ডসে। ইমাম উল হকের উইকেটে মোস্তাফিজের কৃতিত্ব অবশ্য খুব বেশি ছিল না, ইমাম হয়েছিলেন হিট উইকেট। তবে হারিস সোহেলকে বোকা বানালেন এবারের বিশ্বকাপে মোস্তাফিজের তুরুপের তাস স্লোয়ার বাউন্সারে। আর সেটি দিয়েই হয়ে গেছে ১০০ উইকেট।

    সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেটের নেওয়ার রেকর্ডটা রশিদ খানের, ৪৪ ম্যাচে নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরেই। স্টার্ক পেয়েছেন ৫২ ম্যাচে, সাকলাইন ৫৩। মোস্তাফিজ একটা জায়গায় অনন্য, এশিয়ার কোনো পেসার তার চেয়ে কম ম্যাচে ১০০ উইকেট পাননি। সেখানে ফিজের কাছাকাছি আছেন ভারতের মোহাম্মদ শামি, তিনি পেয়েছিলেন ৫৬ ম্যাচে।

    বাংলাদেশের রেকর্ডটা রাজ্জাকের, ৬৯ ম্যাচে।  বাংলাদেশের হয়ে সাকুল্যে ওয়ানডেতে ১০০ উইকেট এখন পর্যন্ত পেয়েছেন ছয়জন বোলার। মাশরাফি বিন মুর্তজা ৭৮ ম্যাচে, ৮০ ম্যাচে পেয়েছেন রুবেল হোসেন। সাকিব আল হাসান পেয়েছেন ৮৭ ম্যাচে, মোহাম্মদ রফিক ১০৩ ম্যাচে।

    শেষ পর্যন্ত ৫ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেছেন মোস্তাফিজ, বিশ্বকাপে ২০ উইকেট হয়ে গেল তার। এই বিশ্বকাপে এর চেয়ে বেশি উইকেট আছে শুধু মিচেল স্টার্কের।