ওয়ানডেকে বিদায় বললেন শোয়েব মালিক
এই বিশ্বকাপের পরেই যে ওয়ানডেকে বিদায় বলবেন, সেটা তিনি জানিয়েছিলেন আগেই। গতকাল ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচের পর শোয়েব মালিক আনুষ্ঠানিকভাবেই দিলেন বিদায়ের ঘোষণা। পাকিস্তানের হয়ে আর ওয়ানডে খেলতে দেখা যাবে না মালিককে।
এবারের বিশ্বকাপে মালিক খেলেছেন মাত্র তিন ম্যাচ। তিন ম্যাচের দুটিতে কোনও রান করতে পারেননি, অন্য ম্যাচে করেছেন আট রান। তিন ম্যাচে উইকেট পেয়েছেন একটি। ভারতের বিপক্ষে ম্যাচের পরেই একাদশে আর জায়গা হয়নি মালিকের। সেটাই তাই হয়ে থাকল মালিকের সর্বশেষ ওয়ানডে।
মালিককে বসিয়ে রেখেই শেষ ছয় ম্যাচ খেলেছে পাকিস্তান। গতকাল বাংলাদেশের বিপক্ষে জয়ের পর মালিক ওয়ানডেকে বিদায় বলার ঘোষণা দিলেন, ‘আমি আগেই বলেছিলাম বিশ্বকাপের পরেই ওয়ানডেকে বিদায় বলব। আমি আজ এই ঘোষণাটাই দিচ্ছি। আমার সব ভক্তদের ধন্যবাদ, আমি তাদের খুব ভালবাসি। আমাকে নিয়ে তাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু আমি ভালো পারফর্ম করতে পারিনি। এখন আমার লক্ষ্য পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলা। এই ২০ বছরে অনেক ভালো স্মৃতি আছে জাতীয় দলের হয়ে খেলার। বিদায়বেলায় খুব বেশি আবেগী হয়ে পড়ছি।’
১৯৯৯ সালে অভিষেক হয়েছিল মালিকের। ২৩৭ ওয়ানডেতে তাঁর রান ৭৫৩৪। ৩৭ বছর বয়সী মালিক বিদায়বেলায় সরফরাজ আহমেদের উজ্জ্বল ভবিষ্যৎই কামনা করলেন, ‘দল আমাকে যখন যেখানে ব্যাট করতে বলেছে, আমি সেটাই করেছি। অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারিনি, অনেকবার বাদ পড়েছি। বিশ্বকাপে কয়েকটি খারাপ ম্যাচের জন্য আমার পুরো ক্যারিয়ার নিয়ে সমালোচনা করায় হতাশ। আশা করি সবাই সরফরাজের পাশে থাকবে। রাতারাতি সবকিছু বদলে ফেলা সম্ভব না। ইমরান খানেরও অনেক সময় লেগেছিল।’
মালিক বিদায় নিলেন, শেষ হলো পাকিস্তান ক্রিকেটের একটি অধ্যায়। আর ২০০০ সালের আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া একমাত্র ক্রিকেটার হিসেবে রইলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।