মরিনহোর "১০ নম্বর" নন হ্যাজার্ড
চেলসি দলের ১০ নম্বর জার্সিটা বেলজিয়ান এডেন হ্যাজার্ডের। ২০১৪/১৫ মৌসুমে ১৯ গোল আর ১১ অ্যাসিস্টে দলের প্লে-মেকার হিসেবে ১০ নম্বর জার্সি গায়ে দেয়ার যোগ্যতার প্রমাণ তিনি ভালোভাবেই দিয়েছিলেন। কিন্তু, গত মৌসুমে চেলসির লিগ শিরোপা জয়ের অন্যতম কান্ডারী এবার একেবারেই নিষ্প্রভ! এই মৌসুমে খেলা মোট ২০ ম্যাচে একবারও গোলের দেখা মেলেনি এই বেলজিয়ান স্ট্রাইকারের। এমন হতাশাজনক পারফরম্যান্সে কোচ মরিনহো তাই মনে করেন হ্যাজার্ড কখনোই তাঁর পছন্দের 'নম্বর টেন’ হয়ে উঠতে পারবেন না।
চেলসি ম্যানেজার হোসে মরিনহোকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডেকো বা স্নেইডারের মত এডেন হ্যাজার্ড তাঁর প্রিয় প্লে-মেকার হতে পারবে কিনা। জবাবে মরিনহোর সোজাসাপ্টা উত্তর ছিল, “১০ নম্বর হিসেবে? আমার মনে হয় না। আমি এমন একজন ১০ নম্বরকে পছন্দ করবো যে কিনা গোল করে, যে বক্সেও ঢুকতে পারে, যেমনটা ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে অস্কার দিয়েছে।”
এই পর্তুগিজ তাঁর পছন্দের ১০ নম্বর সম্পর্কে একটা ধারণাও দিয়েছেন, “আমার কাছে ১০ নম্বর হলো দলের নিয়ন্ত্রনে বল না থাকলে সাড়ে আট আর দলের কাছে বল থাকলে সাড়ে নয়। দশ নম্বর অনেক কাজ করে, বল সহ এবং বল ছাড়াও। আমার দলে 'নম্বর টেন’ তাই অনেক বিশেষ একজন খেলোয়াড়। চেলসিতে আমার প্রথমপর্বে আমরা 'নম্বর টেন' ছাড়াই খেলেছিলাম বরং দু’জন 'নম্বর এইট' ছিলো সেই দলে।''
এই মৌসুমে চেলসির প্লে-মেকার হিসেবে উইলিয়ান-ফ্যাব্রেগাস-অস্কারকে খেলানো হয়েছে। কিন্তু, প্রায়ই চেলসির এই তিন অ্যাটাকিং মিডফিল্ডকে খেলার মাঝেই নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে খেলতে দেখা গেছে। তাছাড়া এখন পর্যন্ত চেলসির অ্যাটাকে উজ্জ্বল বলতে এক উইলিয়ানই। যদিও এই মৌসুমে তাঁর করা ছয়টি গোলের সবক’টিই এসেছে ফ্রি-কিক থেকে। মরিনহোর মতে, ডেড বলে ভয়ংকর হয়ে উঠছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
আজ রাতে স্পারসদের বিপক্ষে আলাদা করেই উইলিয়ানের উপর নজর থাকবে সবার। ২০১৩ সালে উইলিয়ানের যাওয়ার কথা ছিল টটেনহ্যামেই। এমনকি স্পারসদের জন্য মেডিকেল টেস্টও দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। কিন্তু, চেলসি কোচ হোসে মরিনহো টটেনহ্যামকে টপকিয়ে আনঝি মাখাচকালা থেকে উইলিয়ানকে নিয়ে আসেন চেলসিতে। আর টটেনহ্যাম উইলিয়ানের বদলে দলে ভিড়িয়েছে এরিকসেনকে। এব্যাপারে মরিনহোর মত, “তাঁরা একটা ভালো খেলোয়াড় হারিয়েছে কিন্তু, আরেকটা ভালো খেলোয়াড় পেয়েছে। তাঁরা সামনের দিকে এগিয়েছে। এটা তাঁদের জন্য ভালো ছিলো।”