• কোপা আমেরিকা
  • " />

     

    'মেসির মন্তব্য কোপা-কনমিবলের প্রতি অসম্মানজনক'

    'মেসির মন্তব্য কোপা-কনমিবলের প্রতি অসম্মানজনক'    

    চিলির বিপক্ষে কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ২-১ ব্যবধানে ম্যাচ জিতলেও তৃতীয় হওয়ার মেডেল গ্রহণ করেননি তিনি। ম্যাচ শেষে রেফারি ও লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমিবলকেও ধুয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির কথার জবাবটা কয়েক ঘণ্টা পরেই দিয়েছে কনমিবল। অফিশিয়াল টুইটে তাঁরা জানিয়েছে, সবার উচিত হার মেনে নিয়ে ফুটবলের নিয়মের প্রতি সম্মান দেখানো। 

    ব্রাজিলের কাছে সেমিতে হারের পর কনমিবলের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছিলেন মেসি। চিলির সাথে লাল কার্ড দেখায় তাঁর রাগটা বেড়ে গেছে বহুগুণ। ম্যাচের পর সাংবাদিকদের মেসি বলেছেন, দুর্নীতি আর রেফারিদের বাজে সিদ্ধান্ত লোকজনকে খেলা উপভোগ করতে দেয়নি। ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্যই সব গুছিয়ে রেখেছে কনমিবল, মেসির অভিযোগ এমনটাই। 

    কনমিবল এক টুইটার বার্তায় মেসির এমন অভিযোগের পাল্টা জবাব দিয়েছে, ‘ফুটবলে আপনি কখনো জিতবেন, কখনো হারবেন। ম্যাচের যেকোনো ফলাফল সম্মানের সাথে গ্রহণ করাটাই ফেয়ার প্লের মূল কথা। রেফারির সিদ্ধান্ত নিয়েও একই মন্তব্য আমাদের। তাঁরাও তো মানুষ, তাঁরা সবসময় সঠিক হতে পারেন না। এই টুর্নামেন্টে ১২টি দেশ অংশ নিয়েছে, সবাইকে সমান সুযোগ দেওয়া হয়েছে। তাই এরকম অভিযোগ অগ্রহণযোগ্য। এসব অভিযোগ কোপা আমেরিকার ব্যাপারে ভুল তথ্য উপস্থাপন করছে, টুর্নামেন্টের মান নিয়েও প্রশ্ন উঠেছে।’ 

    মেসির ওসব মন্তব্য কোপার প্রতি অসম্মানজনক, বলছে কনমিবল, ‘যেখানে ২০১৬ সাল থেকে কনমিবলের হাজারো কর্মকর্তা ও ফুটবলার সবাই মিলে লাতিন আমেরিকার ফুটবলের উন্নতির জন্য কাজ করছে, সেখানে কোপা নিয়ে এমন মন্তব্য অসম্মানজনক।’