• অন্যান্য খবর
  • " />

     

    গেম অফ থ্রোনসের সানসা যখন মরগানের উদযাপনের অনুপ্রেরণা

    গেম অফ থ্রোনসের সানসা যখন মরগানের উদযাপনের অনুপ্রেরণা    

    ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অ্যালেক্স মরগানের গোলটাই যুক্তরাষ্ট্র নারী দলকে নিয়ে গেছে বিশ্বকাপের ফাইনালে। ম্যাচের ৩১ মিনিটে করা মরগানের সেই গোলটি নিয়ে যত আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনা হয়েছে গোলের উদযাপন নিয়ে। উদযাপনের সময় চা খাওয়ার ভঙ্গি করায় সমালোচনাও কম শোনেননি এই যুক্তরাষ্ট্র ফরোয়ার্ড। বিশ্বকাপের ফাইনালে আগে মরগান বলছেন, জনপ্রিয় অভিনেত্রী সোফি টার্নারের থেকে অনুপ্রেরণা পেয়েই এমন উদযাপন করেছেন তিনি। নারী ক্রীড়াবিদরাও যে মজা করে উদযাপন করতে পারে, সেই বার্তাটাই দিতে চেয়েছিলেন মরগান।

    টিভি শো গেম অফ থ্রোনসের সানসা চরিত্রে অভিনয় করা সোফি নিজের ইন্সটাগ্রামে নানান বিষয়ের ভিডিও শেয়ার করেন। সেসব ভিডিও চায়ের কাপে চুমুক দিয়েই শেষ করেন সোফি। সোফির থেকেই এমন উদযাপনের বুদ্ধিটা মাথায় এসেছিল মরগানের, ‘আমার ওই চায়ের কাপে চুমুক দেওয়ার ভিডিওটা আসলে খবর ছড়িয়ে দেওয়ার জন্যই। আমার মনে হয়, নারী ক্রীড়াবিদদের ব্যাপারে সমাজে দ্বিমুখী নীতি চালু আছে। সবাই ভাবে, আমাদের মাঠে খুব 'ভদ্র' থাকতে হবে, খুব বেশি উদযাপন করা যাবে না। করলেও সেটা একটা সীমার মাঝে থাকতে হবে। আমি সেই প্রথাটাই ভাঙতে চেয়েছি।’  

    এদিকে মরগানের এমন উদযাপন মুগ্ধ করেছে সোফিকেও। মধুচন্দ্রিমা থেকেই তাই মরগানের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি, ‘ইংল্যান্ড দল বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি বলে কষ্ট পেয়েছি। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের মতো দারুণ একটা দলের কাছেই হেরেছি। মরগানকে আমি বলতে চাই, নিন্দুকেরা বলতে থাকুক উদযাপনটা অসম্মানজনক। তুমি যে আমার থেকে অনুপ্রাণিত হয়েই এমন উদযাপন করেছো, এতে আমি গর্বিত।’ 

    মরগানের এমন উদযাপন নিয়ে সমালোচনার পাশাপাশি মজাদার মন্তব্যও অবশ্য এসেছে। ইয়র্কশায়ার চা কোম্পানি তাদের চা-পাতার ব্যাগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে লিখেছে, ‘প্রিয় যুক্তরাষ্ট্র নারী দল, দুঃখজনকভাবে ম্যাচের সময় তোমাদের মিছিমিছি চা পান করতে হলো। যদি তোমাদের চা শেষ হয়ে যেয়ে থাকে, তাহলে আমাদের বললেই হবে। রবিবারের ফাইনালের জন্য শুভকামনা।’ 

    এদিকে আজ রাত ৯টায় নারীদের বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। আজ রাতে আছে কোপা আমেরিকা ও কনকাকাফ গোল্ড কাপের ফাইনালও। কোপার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-পেরু, খেলা শুরু আজ রাত দুটায়। গোল্ড কাপের ফাইনালে মুখোমুখি মেক্সিকো-যুক্তরাষ্ট্র, খেলা শুরু আগামীকাল সকাল ৭টায়। একই দিনে তিনটি বড় টুর্নামেন্টের ফাইনাল রাখায় ফিফার ওপর চটেছেন যুক্তরাষ্ট্র নারী দলের সহ-অধিনায়ক মেগান রাপিনো, ‘একই দিনে সব ফাইনালের সূচি রাখা ভয়ানক পরিকল্পনা। অবশ্যই অন্য দুটি টুর্নামেন্টের ফাইনাল গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদেরটা তো নারী বিশ্বকাপের ফাইনাল।’
    ছেলেদের ২০১৮ বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৪০০ মিলিয়ন ডলার। নারীদের বিশ্বকাপের প্রাইজমানি ৩০ মিলিয়ন ডলার। ২০২৩ সালে সেটা ৬০ মিলিয়ন করার ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মেগান নারী-পুরুষের এমন বৈষম্যে হতাশ, ‘এটা খুবই অন্যায়। এখনই প্রাইজমানি দ্বিগুণ করা উচিত। পরের বার সেটা আরও দ্বিগুণ অথবা তিনগুন করা উচিত।’