• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    দলবদলের সর্বশেষ : পগবার জন্য ইস্কোকে ছাড়ছে রিয়াল?

    দলবদলের সর্বশেষ : পগবার জন্য ইস্কোকে ছাড়ছে রিয়াল?    

    পগবার জন্য ইস্কোকে ছাড়ছে রিয়াল?

    রিয়াল মাদ্রিদের হটসিটে ফিরে আসার পর থেকেই পল পগবাকে দলে নিতে রীতিমত উঠেপড়ে লেগেছেন জিনেদিন জিদান। ম্যানচেস্টার ইউনাইটেড আকাশচুম্বী ট্রান্সফার ফি দাবি করলেও পিছু হটতে রাজি নন রিয়ালের ম্যানেজার। মার্কা জানিয়েছে, পগবার জন্য গ্যারেথ বেল বা ইস্কোকেও ছাড়তে রাজি রিয়াল। 

    রিয়ালের একাদশে এখনও জায়গা পাকা করতে পারেননি ইস্কো, গত মৌসুমে ফর্মহীনতায় ভুগতে থাকা বেলকে ছাড়তে রীতিমত মরিয়া রিয়াল। এই সুযোগটাই কাজে লাগাতে চান জিদান। বেল বা ইস্কোর সাথে পগবার জন্য ইউনাইটেডকে আরও ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিবে রিয়াল, জানিয়েছে স্কাই স্পোর্টস। মিনও রাইওলা পগবার ইউনাইটেড ছাড়ার কথা জানালেও 'রেড ডেভিল'দের প্রাক-মৌসুম স্কোয়াডের সাথে অস্ট্রেলিয়া ঠিকই যাচ্ছেন পগবা। ফ্রেঞ্চ মিডফিল্ডারের পরবর্তী গন্তব্য জানতে তাই অপেক্ষা করতে হচ্ছে আরও।

    অ্যাটলেটিকোতে যাচ্ছেন হামেস?

    বায়ার্ন মিউনিখে দু'বছর ধারে কাটানোর পর আবারও রিয়ালেই ফিরেছেন হামেশ রদ্রিগেজ। নাপোলি তাকে চাইলেও সিরি আ নয়, লা লিগাতেই খেলতে চান হামেস- জানিয়েছে গাজেত্তা দেল স্পোর্ট। কিন্তু মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, রিয়াল নয়; হামেসের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

    দিন দুয়েক আগে চেলসি থেকে পাকাপাকিভাবে আলভারো মোরাতাকে দলে নিয়েছে অ্যাটলেটিকো। রিয়ালে মোরাতার সাথে বোঝাপড়াটা দারুণ ছিল হামেসের। এএস জানিয়েছে, এই সুযোগটাই কাজে লাগাতে চান ডিয়েগো সিমিওনে। হামেস নিজেও অ্যাটলেটিকোতে যোগ দিতে প্রস্তুত, জানিয়েছে স্পোর্ট।

     

     

    ফেনেরবাচেতে যাচ্ছেন ওজিল? 

    উনাই এমেরির সাথে তার দ্বন্দ্বটা বেশ পুরনো। আর্সেনালের হয়েও নিজেকে প্রমাণ করতে পারছেন না মেসুত ওজিল। একাদশেও হারিয়েছেন জায়গা। সব মিলিয়ে ওজিলের আর্সেনাল ছাড়ার গুঞ্জনটাও ডালপালা ছড়াচ্ছিল বেশ। এবার ডেইলি মেইল জানিয়েছে, তুরষ্কের ক্লাব ফেনেরবাচেতে ধারে যাচ্ছেন ওজিল।

    তুরস্কের সাথে ওজিলের সম্পর্কটা দারুণ। তার বিয়েতে 'বেস্ট ম্যান' ছিলেন তুরষ্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান। ইংলিশ ফুটবলের পর এবার তুরষ্কের চ্যালেঞ্জ নিতে চাইছেন ওজিল, জানিয়েছে মিরর।

    ইউনাইটেডেই যাচ্ছেন ম্যাগুয়ের?

    লেস্টার সিটির হয়ে নজর কাড়ার পর ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। তাকে দলে নিতে উঠেপড়ে লেগেছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। লেস্টারও হাল ছাড়ার পাত্র নয়। ম্যাগুয়েরের জন্য ৯০ মিলিয়ন ইউরো দাবি করেছে তারা। স্কাই স্পোর্টস জানিয়েছে, ম্যাগুয়েরের জন্য এত টাকা খরচ করতে রাজি নয় সিটি। তবে ইউনাইটেড অবশ্য ৯০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি।

    রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে আলো ছড়িয়েছিলেন ম্যাগুয়ের। রক্ষণ নিয়ে গত মৌসুমে বেশ ভুগতে হয়েছে ওলে গানার সোলশারের দলকে। নতুন মৌসুমের আগে ডিফেন্ডার কিনতে মরিয়া ইউনাইটেড। শেষ পর্যন্ত হয়তো আগামী মৌসুমে ইউনাইটেডের জার্সিতেই দেখা যেতে পারে ম্যাগুয়েরকে।