• কোপা আমেরিকা
  • " />

     

    মেসিকে হার মেনে নেওয়া শিখতে হবে : তিতে

    মেসিকে হার মেনে নেওয়া শিখতে হবে : তিতে    

    চিলির বিপক্ষে লাল কার্ড দেখার পর ম্যাচশেষে রেফারি ও কনমিবলকে নিয়ে নিজের ক্ষোভের কথা রাখঢাক না রেখেই বলেছিলেন লিওনেল মেসি। কনমিবল পক্ষাপাতমূলক আচরণ করে ব্রাজিলকেই চ্যাম্পিয়ন করতে চাচ্ছে, মেসির বক্তব্য ছিল এমনটাই। আজ পেরুকে ৩-১ গোলে হারিয়ে ১২ বছর পর কোপার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শিরোপা নিশ্চিত করার পর ব্রাজিল কোচ তিতে বলছেন, হার মেনে নিয়ে মেসির আরও সম্মান দেখিয়ে কথা বলা উচিত ছিল। 

    মেসির মন্তব্যের পর কনমিবল তাদের অফিশিয়াল টুইটে বলেছিল, মেসির সম্মান দেখিয়ে কথা বলা উচিত। এমন মন্তব্যের জন্য দুই বছরের নিষেধাজ্ঞাও পেতে পারেন মেসি। তিতেও তাদের সাথে একমত, ‘যাকে আমি অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য ভাবি, তার তো হারের পর আরও সম্মান দিয়ে কথা বলা উচিত। রেফারির অনেক সিদ্ধান্ত তো ব্রাজিলের বিপক্ষেও গেছে। আমরা আর্জেন্টিনার বিপক্ষে নিয়ম নেমেই খেলেছি পুরোটা সময়। সত্যি বলতে, প্রত্যাশার কারণে সে নিজের ওপরে বেশি চাপ দিয়েছে।’ 

    মেসির কথার সাথে একমত না হলেও চিলির বিপক্ষে তাঁকে লাল কার্ড দেখানো উচিত হয়নি বলেই মানছেন তিতে, ‘তাকেই তো মেডেল নিয়মবহির্ভূতভাবে ধাক্কা দিয়েছিল। মেসিকে সর্বোচ্চ হলুদ কার্ড দেখানো যেত।’ 

    এদিকে ব্রাজিলকে শিরোপা জেতানোর পর অধিনায়ক দানি আলভেজ বলছেন, কনমিবল কখনোই ব্রাজিলের প্রতি পক্ষপাতিত্ব করেনি, ‘মেসি যা বলেছে সেটার সাথে আমি একদমই একমত না। আমরা পরিশ্রম করে ও ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছি।’