• কোপা আমেরিকা
  • " />

     

    বার্সার ম্যাচের সময় মেসি কিছু বলেননি কেন, প্রশ্ন মার্কিনহোসের

    বার্সার ম্যাচের সময় মেসি কিছু বলেননি কেন, প্রশ্ন মার্কিনহোসের    

    কোপা আমেরিকার রেফারিং নিয়ে কড়া সমালোচনা করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দুষতে ছাড়েননি দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থাকেও। বলেছেন সংস্থায় থাকা ব্রাজিলিয়ানদের দুর্নীতির কথাও। মেসির কথার জবাব ব্রাজিল কোচ দিয়েছেন ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে। এরপর দুই ডিফেন্ডার মার্কিনহোস ও থিয়াগো সিলভাও বলছেন, মেসির হার মেনে নিতে শেখা উচিত।

    পিএসজি ডিফেন্ডার মার্কিনহোস অবশ্য মেসিকে মনে করিয়ে দিচ্ছেন অন্য কথা। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে খেলার সময় মেসির দলের পক্ষেও রেফারির অনেক সিদ্ধান্ত গেছে, তখন কেন নীরব ছিলেন মেসি, মার্কিনহোস জানতে চান সেটাও। "এটা খুবই হতাশার যে তার মাপের একজন খেলোয়াড় এসব বলছে। রেফারিরা বার্সেলোনার পক্ষেও অনেক সময় অনেক সিদ্ধান্ত দিয়েছে। আবার জাতীয় দলের হয়ে খেলার সময়ও অনেক সিদ্ধান্ত তাঁর পক্ষে গেছে। কিন্তু তখন সে দুর্নীতির কথা বলেনি।"

    "সে হেরেছে, আর তাকে এটা মেনে নিতে হবে। আমরাও হারি, যেমন আমরা বেলজিয়ামের কাছে বিশ্বকাপে হেরেছিলাম। বেলজিয়াম ভালো ডিফেন্ড করেছিল। আপনি কেন হেরেছেন সেটা বুঝতে পারা দরকার আপনার।" -পেরুর বিপক্ষে ফাইনাল জিতে কোপার শিরোপা জেতার পর বলেছেন ব্রাজিল ডিফেন্ডার। 

    সিলভাও সুর মিলিয়েছেন সতীর্থের সঙ্গে, "এটা নিয়ে কিছু বলা আসলে কঠিন। হেরে গেলে তখন অনেকেই দায়িত্বের চাপ এড়াতে অন্য কিছুর ওপর দোষ চাপাতে চায়। খারাপ হতে হয়ত সে এসব বলেনি, তবে বলেছে তো।"

    সিলভা বলেছেন পিএসজির বিপক্ষে ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার ফিরে আসার ম্যাচেও বাজে রেফারিং দায়ী ছিল। কিন্তু এরপরও লিগ ওয়ানের দলটি কখনও দাবি করেনি ইউয়েফা বার্সেলোনাকে ম্যাচ জিতিয়ে দিয়েছে।