• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা রবিবার

    বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা রবিবার    

    আসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড আগামীকাল রবিবার ঘোষণা করা হবে। দুপুর ১টা নাগাদ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বিসিবির নির্বাচকমণ্ডলী এ ঘোষণা দেবেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব নাজমুল হাসান পাপন উপস্থিত থাকবেন।

     

    এর আগে গত ৬ ডিসেম্বর ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর। গ্রুপপর্বে পুল ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

     

    ৩০ সদস্যের প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মার্শাল আইয়্যুব, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস সানী, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাশ, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান শুভ, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, আরাফাত সানী, মো. মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন লিখন এবং মোহাম্মদ শহীদ।