'এখনো কিছুই জেতেনি ইংল্যান্ড'
অপেক্ষাটা ছিল ২৭ বছরের। ১৯৯২ সালের পর আবার বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। লর্ডসের ফাইনালে যে অইন মরগানরাই ফেভারিট, সে নিয়ে নতুন করে বলার বোধহয় কিছু নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে আগে এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক ইংলিশ কোচ ট্রেভর বেয়লিস। ফাইনালের আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেয়লিস সবাইকে মনে করিয়ে দিলেন, এখনো কিছুই জেতেনি ইংল্যান্ড। ফাইনালের আগের তাই ফেভারিট তকমাটা নিয়ে দলকে একদমই ভাবতে বারণ করলেন তিনি।
টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচটা এখনো বাকি আছে, সেটা মাথায় রাখতে বলছেন বেয়লিস, ‘মাঠের বাইরের ভালো কিংবা খারাপ, কোনো কথাই কানে তোলা যাবে না। এখনো টুর্নামেন্টের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ম্যাচটা বাকি। ড্রেসিংরুমে আমি সবাইকে বলেছি, এখনো আমরা কিছুই জিতিনি। সবাই হয়ত বলবে, ‘তোমরাই ফেভারিট’, কিন্তু এসবে কান দেওয়া যাবে না।’
মরগানের অতি আত্মবিশ্বাসী হতে বারণ বেয়লিসের, ‘গত চার বছরে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। সেটাকেই ধরে রাখতে হবে। আমরা নিজেদের সেরাটা দিলে প্রতিপক্ষকে তার চেয়েও ভালো খেলতে হবে। আমরা আত্মবিশ্বাসী, কিন্তু অতি-আত্মবিশ্বাসী না। চার বছর আগে যখন গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে ইংল্যান্ড, তখনই আমরা এই বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করেছিলাম। এখন স্বপ্ন পূরণ করার সময় এসেছে।’
গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। তবে কেন উইলিয়ামসনের বিপক্ষে ফাইনালে সহজ হবে না বলেই মানছেন বেয়লিস, ‘ফাইনালে যে কেউই জিততে পারে। দুই জেতার সমান সুযোগ আছে। ফাইনালে উঠে নিউজিল্যান্ড প্রমাণ করেছে তারা কতটা ভালো দল। ম্যাচটা উপভোগ্যই হবে।’